সর্বশেষ
মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার
সম্পূর্ণ নিউজ
এনাম হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়. ছবি: সংগৃহীত
কর্মচারীদের আন্দোলনের মুখে দাবি মেনে নিল সাভারের এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ
সাভারে আন্দোলনের মুখে স্টাফদের দাবি মেনে নিয়েছে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে থেকে দুপুর পর্যন্ত বেতন কাঠামোসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে হাসপাতালের স্টাফরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করে। এতে প্রায় সাড়ে চার ঘন্টা হাসপাতালে জনবল সংকটে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হয়।
হাসপাতালের স্টাফরা জানান, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সকাল ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সহস্রাধিক স্টাফ কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন।
এসময় স্টাফরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলে পরে দুপুর ১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়।
পরে হাসপাতালে সহায়ক জনবলের অভাবে ব্যাহত চিকিৎসাসেবা পুরোপুরি স্বাভাবিক হয় বলে জানান হাসপাতালের স্টাফরা।
কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতনকাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়া যে সব কর্মচারী কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি। একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এসে এসব দাবি মেনে নেন। এতে হাসপাতালে কর্মচারীরা কাজে যোগদান করেছে বলে জানান।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, ‘আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তিযুক্ত দাবিগুলো মেনে নেওয়া হয়েছে বলে আমরা আশ্বস্ত করেছি।’
সেদিন সকাল থেকেই হাসপাতাল এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
জানা যায়, এর আগে বুধবার (২ জুলাই) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শেষে বেতন কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়ন।
এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সনি।
তিনি বলেন, ‘২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বুধবার (২ জুলাই) পর্যন্ত সময় চেয়েছিল, কিন্তু নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। সকাল সাড়ে ১১টায় এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলন করতে আমরা বাধ্য হই।’
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনাম মেডিকেল হাসপাতাল কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়নের উপদেষ্টা ডা. এএসএম রেজাউল করিম রাজিব, মামুনুর রশীদ স্বপন, আমিনুল হক, সভাপতি আজাদ-ই-হাসান আলাল, সহ-সভাপতি মাসুম খান ও আব্দুল হাকিমসহ প্রমুখ।
সাভার
সাভারে জুলাই আন্দোলনে নিহতদের নামে শহীদ চত্বর উদ্বোধন
সাভার
সাভারে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
সাভার
সাভারে জাগ্রত সোসাইটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
সাভার
সাভারে ইয়ামিন হত্যা : গুলি করা সেই পুলিশ সদস্য মাহাফুজ গ্রেফতার
সাভার
সাঁকো পারাপারে সাভারের পাঁচ গ্রামের লড়াই, দাবি সেতুর
সাভার
বাংলাদেশে আর কোন স্বৈরাচার আসতে দেওয়া হবে না : সাভারে শহীদ চত্বর উদ্বোধনে ডা. সালাউদ্দিন বাবু
সাভার
সাভারে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড, তিনজন হাসপাতালে
সাভার
বাংলাদেশ খেলাফত মজলিস সাভার পৌর শাখা পুনর্গঠন
সাভার
সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাভার
সাভারে জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর ও শহীদদের স্মরণে বৈছার আলোচনা সভা অনুষ্ঠিত