সর্বশেষ খবর
LATEST NEWS
📰জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
সম্পূর্ণ নিউজ
প্রতীকী ছবি
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৩ আগস্ট
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিপক্ষের শুনানির জন্য এই দিন ধার্য করেন।
এর আগে একই দিন বেলা ১১টার পর আলোচিত এ মামলার শুনানি শুরু করে প্রসিকিউশন। এসময় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন।
এদিন শুনানি চলাকালে ট্রাইব্যুনাল বলেন, ‘আজ (বৃহস্পতিবার) শুধু প্রসিকিউশনের শুনানি হবে। পরবর্তীতে আসামিপক্ষের শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করা হলো।’
গত ২৮ জুলাই আলোচিত এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় সকালে মামলার ৮ আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই ১৬ আসামিদের মধ্যে গ্রেফতার ৮ জন এদিন ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির ছিলেন।
তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল হাসান, আফজাল হোসেন ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপ-পরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ এ মামলার আট আসামি পলাতক। পলাতক এই আট আসামির পক্ষে দুজনকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এর আগে আশুলিয়ায় লাশ পোড়ানোর নৃশংস ঘটনায় করা মামলার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর, লাশগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেয়া হচ্ছিল, তখন একজনকে জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।’
নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে।
আশুলিয়া
আশুলিয়ায় ছিনতাই ও চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
আশুলিয়া
আশুলিয়ায় বিপুল জাল নোটসহ আটক ২
আশুলিয়া
আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
আশুলিয়া
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার
আশুলিয়া
আশুলিয়ায় ১৬ বছর আগে শান্তা হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
আশুলিয়া
আশুলিয়ার বিশমাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাড়িচালক নিহত
আশুলিয়া
আশুলিয়ায় বৃদ্ধার জমি দখলের অভিযোগ
আশুলিয়া
আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল শিকদার গ্রেফতার
আশুলিয়া
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ
আশুলিয়া
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ভূয়া ডিবি আটক