সর্বশেষ খবর
LATEST NEWS
📰জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
সম্পূর্ণ নিউজ
গ্রেফতার নাজমুল হক ইমু। ছবি : কোলাজ
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা ইমু গ্রেফতার
ছাত্র-জনতা হত্যার ঘটনায় স্বজনের দায়ের করা মামলায় নাজমুল হক ইমু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৪।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে নজমুল হক ইমুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টায় আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ইমুকে গ্রেফতার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া-ছয়তলা এলাকায় অভিযান পরিচালনা করে নাজমুল হক ইমু নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলা রয়েছে। রাতেই আশুলিয়া থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার নাজমুল হক ইমু আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অন্তত দুটি ছাত্র হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গ্রেফতার নাজমুল থানা শ্রমিক লীগের প্রচার সম্পাদক এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু গোপনে আশুলিয়ায় আওয়ামী লীগকে পুনর্গঠন করতে কাজ করছিলেন। তাকে আশুলিয়ার আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে অর্থায়ন করেছেন।
জানা যায়, গ্রেফতার নাজমুল হক ইমু দীর্ঘদিন যাবৎ শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়াও তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়ার ঘনিষ্ঠ সহযোগী। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দিলেও পরবর্তীতে সাংবাদিক পরিচয়ে প্রকাশ্যে আসতে শুরু করেন। পরে তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচার নিশ্চিত করতে চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর তিনি আবারও আত্মগোপনে চলে যান।
এর আগে ১৫ আগস্ট উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে দেওয়া তার বক্তব্যের ১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়, যেখানে তাকে বলতে দেখা যায়: 'গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়া লন্ডনে লুকিয়ে আছে। তাকে দেশে এনে বিচার করতে হবে। বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছেন বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে। এখনও তারা বিভিন্ন দেশে পালিয়ে আছে। তাদেরও ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে।' এই বক্তব্যের পর থেকেই নাজমুল হক ইমুর বিরুদ্ধে নড়েচড়ে বসে প্রশাসন।
তবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘রাতে নাজমুল হক ইমু নামের এক ছাত্র-জনতা হত্যার আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র্যাব-৪। গ্রেফতারকে অন্যান্য আসামিদের সঙ্গে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।’
আশুলিয়া
আশুলিয়ায় ছিনতাই ও চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
আশুলিয়া
আশুলিয়ায় বিপুল জাল নোটসহ আটক ২
আশুলিয়া
আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
আশুলিয়া
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার
আশুলিয়া
আশুলিয়ায় ১৬ বছর আগে শান্তা হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
আশুলিয়া
আশুলিয়ার বিশমাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাড়িচালক নিহত
আশুলিয়া
আশুলিয়ায় বৃদ্ধার জমি দখলের অভিযোগ
আশুলিয়া
আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল শিকদার গ্রেফতার
আশুলিয়া
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ
আশুলিয়া
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ভূয়া ডিবি আটক