সর্বশেষ খবর
LATEST NEWS
📰পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে জাবির মনপুরা লেকের সংস্কার কাজ শুরু
সম্পূর্ণ নিউজ

প্রতীকী
দুই বছরেও কার্যকর হয়নি জাবি স্বাস্থ্যবিমা: ৮ হাজার শিক্ষার্থী ঝুঁকিতে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রায় ১২ হাজার নিয়মিত শিক্ষার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৮ হাজার শিক্ষার্থী , এখনও স্বাস্থ্যবিমার সুবিধা থেকে বঞ্চিত। দুই বছর আগে স্বাস্থ্যবিমা চালুর ঘোষণা দিলেও প্রশাসনিক সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতার কারণে এই বিপুল সংখ্যক শিক্ষার্থী আজও ঝুঁকিতে রয়েছেন। জাবি প্রশাসন ও জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের পরস্পরবিরোধী বক্তব্য সমস্যার গভীরতা আরও বাড়িয়েছে।
চুক্তি বাস্তবায়নেদুই-তৃতীয়াংশ শিক্ষার্থী বাইরে
বঞ্চিতের হার: জাবি'র ৪৬তম থেকে ৫৩তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ হাজার। এর মধ্যে ৪৬তম থেকে ৫১তম ব্যাচের প্রায় ৮ হাজার শিক্ষার্থী স্বাস্থ্যবিমা থেকে বঞ্চিত। অর্থাৎ, বিমার আওতাভুক্ত শিক্ষার্থীদের মোট সংখ্যার প্রায় ৬৬% আজ স্বাস্থ্য সুরক্ষার বাইরে।
বিমার আওতায় থাকা: কেবল ৫২তম (২০২২–২৩) ও ৫৩তম (২০২৩–২৪) ব্যাচের প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে বিমার সুবিধা দেওয়া হয়েছে।
সুবিধা: চুক্তি অনুযায়ী, হাসপাতালে ভর্তি হলে বছরে সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা এবং মৃত্যুর ঘটনায় ২ লাখ টাকা পর্যন্ত সুবিধা পাওয়ার কথা। এই সুবিধা থেকে বঞ্চিত ৮ হাজার শিক্ষার্থী।
চুক্তি কার্যকর না হওয়ার কারণ :
বঞ্চিত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার মূল কারণ অনুসন্ধানে প্রশাসনিক স্তরে দ্বিচারিতা দেখা যায়:
প্রশাসনের দাবি (জটিলতা): স্বাস্থ্যবিমা সমন্বয়কারী কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনের মতে, চুক্তি কেবল ৫২ ও ৫৩ ব্যাচের জন্য কার্যকর ছিল। আগের ব্যাচগুলোকে অন্তর্ভুক্ত করতে প্রশাসনিক অনুমোদন ও প্রক্রিয়ার জটিলতা রয়েছে।
ইন্স্যুরেন্স কোম্পানির বক্তব্য (সম্ভব) : জেনিথ ইসলামি লাইফের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য ও প্রিমিয়াম জমা দিলে যেকোনো ব্যাচকে অন্তর্ভুক্ত করা সম্ভব। অর্থাৎ, সমস্যাটি ইন্স্যুরেন্স কোম্পানির নয়, বরং প্রশাসনের সিদ্ধান্তহীনতার ফল।
শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ :
শিক্ষার্থীদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার মতো সংবেদনশীল বিষয়ে প্রশাসনের উদাসীনতা তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে:
ছাত্র ইউনিয়নের অভিযোগ: সাধারণ সম্পাদক সৈয়দ তানজিম আহমেদ বঞ্চনাকে “প্রশাসনের নগ্ন অবহেলা” বলে উল্লেখ করেছেন। সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
জাকসু নেতাদের উদ্যোগ : নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু ও স্বাস্থ্য সম্পাদক হুসনী মোবারক জানিয়েছেন, বঞ্চিত শিক্ষার্থীদের জন্য প্রাইভেট হাসপাতালে ৫০% ছাড়ের ব্যবস্থা নিয়ে কাজ করছেন।
বিমাহীন শিক্ষার্থীদের আর্থিক ও নীতিগত ঝুঁকি
আর্থিক ক্ষতি: বিমা না থাকলে শিক্ষার্থীরা প্রাইভেট হাসপাতালে গেলে পুরো খরচ পরিবারের ওপর পড়ে। ১ লাখ ২০ হাজার টাকার বিমা সুবিধা না পাওয়ায় গুরুতর অসুস্থতার ক্ষেত্রে খরচ কয়েক লাখ টাকায় পৌঁছাতে পারে।
নীতির দুর্বলতা : চুক্তি থাকা সত্ত্বেও মোট শিক্ষার্থীর দুই-তৃতীয়াংশকে বিমার বাইরে রাখা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নীতিগত ব্যর্থতা নির্দেশ করে।
সামাজিক চাপ : দীর্ঘসূত্রিতা অব্যাহত থাকলে ছাত্রসংগঠনের আন্দোলনের কারণে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।
সমাধানের পথ ও প্রশাসনিক অচলাবস্থা :
কোষাধ্যক্ষের বক্তব্য: অধ্যাপক এম. আব্দুর রব নিশ্চিত করেছেন যে সব শিক্ষার্থীকে বিমায় আনা সম্ভব, তবে বিশ্ববিদ্যালয় কোনো ভর্তুকি দেবে না; বঞ্চিত শিক্ষার্থীদের প্রিমিয়াম নিজেকেই বহন করতে হবে।
ডেপুটি রেজিস্ট্রারের আশ্বাস: সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানিয়েছেন, দ্রুত সিন্ডিকেট কর্তৃক একটি কমিটি গঠন করে রিপোর্ট তৈরি হবে।
অচলাবস্থা : কমিটি গঠন ও ফি সংগ্রহের মতো সাধারণ প্রশাসনিক কাজ সম্পন্ন না হওয়ায় *৮ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসুরক্ষা এখনও ঝুলে আছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিমা চুক্তি এখন কার্যত আংশিক বাস্তবায়িত একটি প্রকল্প। নিয়মিত শিক্ষার্থীর দুই-তৃতীয়াংশকে বিমার বাইরে রাখা কেবল প্রশাসনিক জটিলতা নয়, বরং নীতিগত ব্যর্থতার প্রতিফলন।এখনই সিন্ডিকেট কমিটির মাধ্যমে ফি সংগ্রহ ও অন্তর্ভুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করা আবশ্যক।প্রশাসনিক উদাসীনতার এই ফল ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
.jpg&w=3840&q=75)
ক্যাম্পাস
জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন

ক্যাম্পাস
জাবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রাজু, সম্পাদক সোহাগ

ক্যাম্পাস
জাবিতে বিশেষ শিশুদের 'আনন্দশালা'র ১৬ বছর: স্পিচ থেরাপিস্ট সংকটে উদ্বেগ, প্রশাসনিক আশ্বাস

ক্যাম্পাস
জাবিতে গভীর রাতে ছাত্রলীগের গোপন তৎপরতা: 'হটাও ইউনূস' স্লোগানে উত্তেজনা, ছাত্রসংগঠনগুলোর তীব্র বিক্ষোভ

ক্যাম্পাস
জাবিতে প্রথমবারের মতো জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচন: সভাপতি অধ্যাপক শামসুল, সম্পাদক অধ্যাপক জামাল

ক্যাম্পাস
জাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র নতুন কমিটি ঘোষণা: সভাপতি জহিরুল, সম্পাদক সেজানুর

ক্যাম্পাস
জাবিতে মর্মান্তিক দুর্ঘটনা: ঘাস কাটার ব্লেড ঢুকে যুবকের মাথায়, কর্তৃপক্ষের অনুমতি বিতর্ক

ক্যাম্পাস
টানা ৮ম সপ্তাহ: শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ পরিষ্কার করল জাবি ছাত্রদল

ক্যাম্পাস
জাবিতে অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় বিপ্লব: নতুন ই-কার্ট ও ৫০টি জোবাইক যুক্ত হচ্ছে

ক্যাম্পাস
“মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত”: জাবিতে মাদকবিরোধী আলোচনা সভায় উপাচার্যের কড়া বার্তা