১৫ই জুলাই, ২০২৫

৩১শে আষাঢ়, ১৪৩২

২০শে মুহাররম, ১৪৪৭

মঙ্গলবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

জাতীয়

সাভার

আশুলিয়া

সারাদেশ

ক্যাম্পাস

চাকরি

অর্থ-বাণিজ্য

আন্তর্জাতিক

খেলা

বিনোদন

প্রবাস

ধর্ম

স্বাস্থ্য

শিক্ষা

পরিবেশ

মনোবিজ্ঞান

সাহিত্য-সংস্কৃতি

বিজ্ঞান-প্রযুক্তি

সোশ্যাল মিডিয়া

ফ্যাক্ট চেক

মতামত

ইউটিউব

সর্বশেষ

মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার

সম্পূর্ণ নিউজ

বাংলাদেশকে যুক্ত করে সার্কের বিকল্প জোট গড়তে চায় চীন-পাকিস্তান

প্রতীকী ছবি

বাংলাদেশকে যুক্ত করে সার্কের বিকল্প জোট গড়তে চায় চীন-পাকিস্তান

রিপোর্টার: রিফাত বিল্লাহ,প্রকাশ: ৩ জুলাই, ২০২৫ এ ০৩:৪২ PM

চীন ও পাকিস্তান যৌথভাবে দক্ষিণ এশিয়ায় সার্কের বিকল্প একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে, যেখানে যুক্ত হবে বাংলাদেশও। এই নতুন উদ্যোগের উদ্দেশ্য আঞ্চলিক সংহতি ও বাণিজ্যিক সংযুক্তি বৃদ্ধি করা।

 

সোমবার (৩০ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন' এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

গণমাধ্যমটির বরাতে জানা যায়, দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে এখন একটি কার্যকর ও নতুন সংগঠনের প্রয়োজনীয়তা উঠেছে।

 

গত জুনের ১৯ তারিখে চীনের কুনমিংয়ে পাকিস্তান, চীন ও বাংলাদেশের কূটনীতিকদের মধ্যে প্রথমবারের মতো ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপজিশন অ্যান্ড দি সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ শীর্ষক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নতুন একটি ফোরাম গঠনের প্রাথমিক আলোচনা হয়। এই আলোচনায় চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

 

বৈঠকে তিন দেশের প্রতিনিধি

 

পাকিস্তান ও বাংলাদেশ উভয়কেই ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং উচ্চমানের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)' সহযোগিতায় গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বলেন, 'তিনটি দেশই গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য এবং জাতীয় পুনরুজ্জীবন ও আধুনিকীকরণের লক্ষ্য ভাগ করে নেয়। এই ত্রিপক্ষীয় সহযোগিতা কেবল আমাদের জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্যও অপরিহার্য।' 

 

যদিও এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্পষ্ট করে বলেছেন, ‘আমরা কোনো জোট গঠন করছি না। এই উদ্যোগটি মূলত চীনের এবং এটি সম্পূর্ণভাবে একটি অফিশিয়াল পর্যায়ের বিষয়—এটি রাজনৈতিক কোনো উদ্যোগ নয়।’

 

চীনের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রতিবেশী অঞ্চলের ঘটনাপ্রবাহে আমরা সবসময় নিবিড় নজর রাখি। কারণ এগুলো আমাদের স্বার্থ ও নিরাপত্তা সম্পর্কিত। প্রতিটি দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তা আলাদা আলাদা ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তবে ক্রমবর্ধমান পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়।’

 

পর্যবেক্ষকদের দাবি, আগামীতে এই জোটে বাংলাদেশসহ অন্যান্য সার্কভুক্ত দেশগুলোও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ভারতের রাজনৈতিক ও কৌশলগত ভিন্নমুখী অবস্থানের কারণে দেশটি এই নতুন জোটে যোগ দেবে কিনা তা অনিশ্চিত।

 

দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও ভারতের বৈরী সম্পর্কের কারণে সার্ক তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে। সর্বশেষ সার্কের শীর্ষ সম্মেলন প্রায় এক দশক আগে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৬ সালে ইসলামাবাদে শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পেলে ভারত অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটানও ভারতের সঙ্গে সুর মিলিয়ে সেই সম্মেলনে অংশ নেয়নি। পরবর্তীকালে সার্ককে সক্রিয় করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি, ভারত পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ‘সার্ক ভিসা’ সুবিধাও প্রত্যাহার করেছে, যা এই জোটের ভবিষ্যতকে আরো অনিশ্চিত করেছে।

 

অন্যদিকে, চীন ও পাকিস্তান বেশ কিছু মাস ধরে এই নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে আসছে। তাদের লক্ষ্য সমমনা দেশগুলোকে নিয়ে আঞ্চলিক বাণিজ্য, সংযুক্তি ও সহযোগিতা বৃদ্ধির একটি শক্তিশালী জোট গঠন করা। শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ কয়েকটি দেশ এই নতুন উদ্যোগে যোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে।

 

পর্যবেক্ষকরা মনে করেন, ভারতের ভিন্নমুখী কৌশলগত অবস্থানের কারণেই সে সাম্প্রতিক সময়ে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র কার্যক্রমেও আগ্রহ হারাচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বশেষ দুইটি এসসিও সম্মেলনে অংশ নেননি। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তানসহ মধ্য এশিয়ার দেশগুলো এই সংগঠনে রয়েছে। অনেকেই এসসিওকে পশ্চিমা বিশ্বের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। তবে ভারতের নীতিগত পার্থক্য ও পশ্চিমঘেঁষা অবস্থান এসসিও-এর লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেই অনেকের মত।

 

বর্তমানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যত অনিশ্চিত অবস্থায় রয়েছে, যেখানে নতুন জোটের গঠন সার্কের কার্যকারিতা ও গুরুত্বকে প্রশ্নের মুখে ফেলছে। বাংলাদেশও এই নতুন ফোরামে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

 

প্রসঙ্গত, ১৯৮৫ সালে ইউরোপীয় ইউনিয়নের আদলে তৈরি হয়েছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। এটি দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। জনসংখ্যার ভিত্তিতে এটি বিশ্বের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন। এর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। প্রতিষ্ঠার ৪০ বছরে এসে সার্ক কার্যত মৃতপ্রায় এক সংস্থায় পরিণত হয়েছে, যার পেছনে মূল কারণ হিসেবে ধরা হয় সার্কভুক্ত অঞ্চলে ভারতের ‘বিগ ব্রাদার’সুলভ মনোভাব এবং ভারত-পাকিস্তানের বৈরিতা। কারণ সার্কে নিয়ম হলো সিদ্ধান্ত হতে হবে সর্বসম্মতিক্রমে। 

 

এছাড়াও ১৯৯৭ সালে বঙ্গোপসাগরীয় অঞ্চলের জোট সংগঠন 'বঙ্গোপসাগরীয় বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ - বিমসটেক' গঠন করে ভারত, যেখানে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান থাকলেও নেই পাকিস্তান। 

 

এছাড়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-তেও যোগ দেয় ভারত। আবার একইসাথে ভারতের কোয়াড-এ অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিকে আরও জটিল করেছে। কোয়াডে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া একসাথে কাজ করছে, যা মূলত চীনের প্রভাব প্রতিহত করার কৌশল হিসেবে বিবেচিত হয়। 

 

একসময় চীনও আগ্রহী ছিলো সার্কে সদস্য হওয়া নিয়ে। তবে ভারতের আপত্তির কারণে তা আর কখনও হয়ে উঠেনি। তবে বর্তমানে চীন সার্কের পর্যবেক্ষক সদস্য। ফলে তার কোনো ভোটাধিকার নেই। 

 

তবে সম্প্রতি সার্কের মহাসচিব গোলাম সারওয়ার বাংলাদেশি সংবাদমাধ্যম 'ইনডিপেনডেন্ট টেলিভিশন' দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সার্ক মৃত নয়, শীর্ষ সম্মেলন না হলেও সাংগঠনিকভাবে এটি এখনও কার্যকর আছে। বিমসটেক বা অন্য কোনো জোটই সার্কের বিকল্প হতে পারে না। বরং বড় দেশগুলোর দ্বিপাক্ষিক টানাপড়েনের কারণে সার্কের সদস্য দেশগুলো নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।' 

চীনপাকিস্তানবাংলাদেশভারতদক্ষিণ এশিয়াসার্কবিমসটেকএসসিওদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাপররাষ্ট্রআঞ্চলিক জোট
সাম্প্রতিক খবর
ওড়িশায় আত্মীয়কে প্রেম করে বিয়ে করায় নবদম্পতিকে জোয়ালে বেঁধে হালচাষ করালো গ্রামবাসী

আন্তর্জাতিক

ওড়িশায় আত্মীয়কে প্রেম করে বিয়ে করায় নবদম্পতিকে জোয়ালে বেঁধে হালচাষ করালো গ্রামবাসী

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক

পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা

বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে : সর্বানন্দ সোনোয়াল

আন্তর্জাতিক

বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে : সর্বানন্দ সোনোয়াল

মক্কায় বৈঠক করেছেন ইরা্নের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

মক্কায় বৈঠক করেছেন ইরা্নের পররাষ্ট্রমন্ত্রী

ছয় মাসে মালয়েশিয়ায় আটক ২৬ হাজারের বেশি অভিবাসী

আন্তর্জাতিক

ছয় মাসে মালয়েশিয়ায় আটক ২৬ হাজারের বেশি অভিবাসী

ব্রিকস সম্মেলনের মধ্যেই ট্রাম্পের হুমকি, ইরান ও ফিলিস্তিনের পক্ষ নিলেন নেতারা

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের মধ্যেই ট্রাম্পের হুমকি, ইরান ও ফিলিস্তিনের পক্ষ নিলেন নেতারা

যুক্তরাষ্ট্রে ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি ইসরায়েল

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি ইসরায়েল

যুদ্ধের পর আশুরার দিনে প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি

আন্তর্জাতিক

যুদ্ধের পর আশুরার দিনে প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি