সর্বশেষ
মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার
সম্পূর্ণ নিউজ
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
জিএসএল ২০২৫ : দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়নি রংপুর রাইডার্স
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের জন্য বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। কিন্তু দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় শেষ পর্যন্ত তাকে না নেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। এর আগে বিপিএলে রংপুরের হয়ে দুই মৌসুম খেলেছেন সাকিব।
জিএসএল ২০২৫ আসরটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই থেকে ১৮ জুলাই, ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ২০ জুন স্কোয়াড ঘোষণা করে রংপুর, যেখানে দেখা যায়নি সাকিবের নাম। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন আগের মতোই উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম রবিবার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে বলেন, “সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। তাকে আমরা নিতে চাইনি, এমন না। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা ঝুঁকি নিতে চাইনি। আমরা জানি না তাকে দলে নিলে কী ধরনের প্রতিক্রিয়া হবে।”
সাকিবকে না নেওয়ার বিষয়ে কোনো মহল থেকে নির্দেশনা ছিল কি না, এ প্রশ্নে শানিয়ান তানিম বলেন, “সাকিবকে নেওয়া যাবে কি না, এ বিষয়ে কেউ কোনো ইনস্ট্রাকশন দেয়নি। সিদ্ধান্তটি সম্পূর্ণ আমাদের ম্যানেজমেন্টের। এখন দেশের যা পরিস্থিতি, তাতে আমরা জানি না সাকিবকে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে। সাকিবও পরিস্থিতি সম্পর্কে জানে।”
সাকিব আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে রয়েছেন এবং রাজনৈতিক অবস্থান নিয়েও বিতর্কে জড়িয়েছেন। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর দেশে ফেরেননি। এমনকি গত বছরের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজ দেশের মাঠে বিদায়ী টেস্টেও অংশ নিতে পারেননি তিনি।
রংপুর অধিনায়ক নুরুল হাসান ব্যক্তিগতভাবে সাকিবের সঙ্গে খেলার আগ্রহের কথা জানিয়ে বলেন, “আমি ক্রিকেটার সাকিব আল হাসানকেই জানি। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা সব সময়ই সম্মানের। তিনি যে দলে থাকেন, সেই দলই উপকৃত হয়—বাংলাদেশ দল বহু বছর ধরে সেটা দেখেছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে অবহেলা করার সুযোগ নেই।”
সাকিবকে না পেয়ে মাঠে যেমন প্রভাব পড়বে, তেমনি মাঠের বাইরের বাস্তবতাও যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে, তা আবারও স্পষ্ট হলো রংপুরের এই সিদ্ধান্তে।
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে এবং খালেদ আহমেদ।
১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্সে অবস্থিত গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল)। এতে অংশ নিচ্ছে বিশ্বের পাঁচটি শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের পুরস্কার মূল্য ১০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শীর্ষ দল হিসেবে আমন্ত্রণ পেয়ে রংপুর অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। তাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএই ও ক্যারিবিয়ান অঞ্চলের চ্যাম্পিয়ন দলগুলো।
রংপুর তাদের অভিযান শুরু করবে ১০ জুলাই। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে।
১৩ জুলাই হোবার্ট হারিকেনসের বিপক্ষে খেলবে তারা। এরপর ১৬ জুলাই প্রতিপক্ষ হবে দুবাই ক্যাপিটালস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে, ১৭ জুলাই।
রাউন্ড-রবিন পর্ব শেষে ১৮ জুলাই রাতে, গায়ানার আলো ঝলমলে মাঠে সেরা দুই দল খেলবে ফাইনাল।
১০ জুলাই: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৩ জুলাই: হোবার্ট হ্যারিকেন
১৬ জুলাই: দুবাই ক্যাপিটালস
১৭ জুলাই: সেন্ট্রাল স্ট্যাগস
খেলা
শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস বদলে দেওয়ার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে
খেলা
ঋতুপর্ণা এখন ‘মেয়েদের মেসি’
খেলা
জিএসএল ২০২৫ : দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়নি রংপুর রাইডার্স
খেলা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব : বাহরাইনের পর এবার শক্তিশালী মিয়ানমারকেও হারালো বাংলাদেশ
খেলা
‘MEN’S AND WOMEN’S U-18 ASIA CUP-25’ এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল
খেলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করলো আইসিসি
খেলা
মুশফিক-লিটনের ব্যাটে চারশ ছাড়াল বাংলাদেশ
খেলা
সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সেরা স্পোর্টসম্যান : তামিম ইকবাল
খেলা
হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার
খেলা
ইতিহাস গড়ে ইউরোপিয়ান ফুটবলে নতুন রাজা এখন পিএসজি