সর্বশেষ
মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার
সম্পূর্ণ নিউজ
মিয়ানমারকে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত
এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব : বাহরাইনের পর এবার শক্তিশালী মিয়ানমারকেও হারালো বাংলাদেশ
প্রথমে ফিফা র্যাঙ্কিংয়ের ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে বিধ্বস্ত, এবার বাংলার বাঘিনীরা হারাল ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে। আর তাতে প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
বুধবার (২ জুলাই) ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারাল বাংলাদেশ।
ম্যাচের ৭১ মিনিটে ঋতুপর্ণা চাকমা আরেকটি গোল করেছেন। বা প্রান্ত থেকে অসাধারণ শটে তিনি গোলরক্ষককে পরাস্ত করেন। বাংলাদেশের এই ফুটবলারের আজ দু’টি গোলই দারুণ হয়েছে।
এর আগে বক্সের একেবারে সামনে ফ্রী কিক পেয়েছিল বাংলাদেশ। ঋতুপর্ণার ফ্রী কিক প্রথমে মিয়ানমারের রক্ষণ দেয়ালে প্রতিহত হয়। ফিরতি বলে ঋতুপর্ণা জোরালো কোনাকুনি শট করেন। এতে মিয়ানমারের রক্ষণ ও গোলরক্ষক উভয় পরাস্ত হয়। বল জালে জড়ানোর সাথে ইয়াঙ্গুনের গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিদের উল্লাস।
ঋতুপর্ণা গোল করলেও গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রী কিক পাওয়ার পেছনে অবদান শামসুন্নাহারের। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে তিনি একাই বক্সে প্রবেশ করছিলেন। মিয়ানমারের দুই ডিফেন্ডার তার গতির সঙ্গে পেরে উঠেননি। বক্সের ঠিক আগে ধাক্কা দিয়ে ফেলে দেন। রেফারি ফাউলের বাঁশি বাজান।
বাংলাদেশ গোল পাওয়ার পর খেলায় আধিপত্য বিস্তার করে। দুটি কর্ণার আদায় করে লিড পাওয়ার পর। শামসুন্নাহার দারুণ একটি সুযোগ মিস করেন। বা প্রান্ত থেকে বাড়ানো বলে তিনি পোস্টে বল রাখতে পারলে ব্যবধান দ্বিগুণ করতে পারত বাংলাদেশ।
এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম বারের মতো নারী এশিয়া কাপে খেলার সুযোগ পেল।
আগামী শনিবার (০৫ জুলাই) গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে পিটার জেমস বাটলারের শিষ্যরা। সেখানে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে ইতিহাসে প্রথমবারের মতো এএফসি উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে স্বপ্না, মারিয়া, রুপনাদের বাংলাদেশ।
দুর্দান্ত এই জয়ের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা প্রমাণ করে দিয়েছে যে তারা এখন আর শুধু দক্ষিণ এশিয়ার সীমায় সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক মঞ্চেও তারা দেখাতে শুরু করেছে নিজেদের শক্ত অবস্থান। এখন শুধু অপেক্ষা আরও একটি জয় বা একটি ড্র’র— যা নিশ্চিত করে দিতে পারে ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।
এর আগে, স্বাগতিক মিয়ানমারের নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে। বররত্মানে তাদের পয়েন্ট ৩।
উল্লেখ্য, রবিবার (২৯ জুন) মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত এএফসি উইমেন’স এশিয়ান কাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশ তার প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে বড় জয় দিয়ে এবারের যাত্রা শুরু করেছে।
সর্বশেষ আপডেট (১২ জুন) অনুযায়ী, নারী ফুটবলে ফিফা র্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ৯২তম, মিয়ানমার ৫৫তম, তুর্কমেনিস্তান ১৪১তম আর বাংলাদেশ রয়েছে ১২৮তম স্থানে।
খেলা
শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস বদলে দেওয়ার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে
খেলা
ঋতুপর্ণা এখন ‘মেয়েদের মেসি’
খেলা
জিএসএল ২০২৫ : দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়নি রংপুর রাইডার্স
খেলা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব : বাহরাইনের পর এবার শক্তিশালী মিয়ানমারকেও হারালো বাংলাদেশ
খেলা
‘MEN’S AND WOMEN’S U-18 ASIA CUP-25’ এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল
খেলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করলো আইসিসি
খেলা
মুশফিক-লিটনের ব্যাটে চারশ ছাড়াল বাংলাদেশ
খেলা
সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সেরা স্পোর্টসম্যান : তামিম ইকবাল
খেলা
হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার
খেলা
ইতিহাস গড়ে ইউরোপিয়ান ফুটবলে নতুন রাজা এখন পিএসজি