সর্বশেষ
মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার
সম্পূর্ণ নিউজ
সংগৃহীত ছবি
ঋতুপর্ণা এখন ‘মেয়েদের মেসি’
ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়ে লাল-সবুজের মেয়েরা পৌঁছে গেছে এশিয়ার অভিজাত ফুটবলের আসরে। সেই সাফল্যের পর এবার নতুন স্বপ্ন, বিশ্বকাপে খেলা!
এই সাফল্যকে ‘কঠিন পরিশ্রমের ফসল’ বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘এই সুযোগ বারবার আসে না। আমাদের মেয়েরা দারুণ কিছু করেছে। এবার লক্ষ্য হবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। সেই পরিকল্পনা আমাদের আছে এবং আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করব।’
ঋতুপর্ণা চাকমার প্রশংসায় ভেসেছেন অনেকেই। তবে কিরণ তাকে তুলনা করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে। তার ভাষায়, ‘ঋতুপর্ণা আমাদের মেয়েদের মেসি। ওর বল কন্ট্রোল, গতি আর ফিনিশিং সবই অসাধারণ। বল টেনে নিয়ে যাওয়ার স্টাইলে মেসির ছায়া দেখা যায়। হামজা দেওয়ান ছেলেদের দলে যেমন তারকা, মেয়েদের দলে ঠিক তেমনিই ঋতুপর্ণা।’
এদিকে বিশ্বকাপ এবং অলিম্পিকের সম্ভাবনা মাথায় রেখে এখন থেকেই কঠোর প্রস্তুতির কথাও জানিয়েছেন কিরণ। তিনি বলেন, ‘এশিয়ান কাপে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দল খেলবে। আমাদের তাদের মতো শক্ত দলের বিপক্ষে খেলতে হবে। সেজন্য আমরা ভালো প্রস্তুতির সময়টুকু কাজে লাগাতে চাই।’
কিরণ জানান, ম্যাচের আগে তিনি খেলোয়াড়দের নিয়ে কথা বলেন, শপথ পড়ান। কিরণ যোগ করেন, ‘মেয়েরা আমার কথা শোনে। ম্যাচের আগে আমি তাদের শপথ পড়াই, কথা বলি। আমি যা যা বলি, ওরা ঠিক সেগুলো মাঠে বাস্তবায়ন করে। এ থেকেই বোঝা যায়, ওদের নিবেদন ও শৃঙ্খলা কতটুকু আছে। মিয়ানমার ম্যাচের আগে আমি তাদের বলেছিলাম ২০ মিনিটের ভেতর অবশ্যই গোল করবে। সেটার জন্যই মাঠে নামবে। এগিয়ে গেলে স্বাভাবিকভাবেই ওরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। ওদের মানসিকভাবে দুর্বল করার জন্য এটা তোমাদের করতে হবে। ঋতুপর্ণা কিন্তু ১৮ মিনিটে গোল করেছে। তারা সেই কথা রেখেছে এবং রুপনাকে যা বলেছি, গোলপোস্টে ঠিক সেটাই করেছে। প্রতিটা জিনিস যা যা বলেছি, সব খেলোয়াড় তা করেছে।’
এদিকে বিদেশি লিগে মেয়েদের পাঠানো নিয়ে কিরণ বলেন, ‘ভুটান লিগ খুব ভালো মানের নয়। ওখানে তারা মানসিক রিফ্রেশমেন্টের জন্য যাচ্ছে। তবে আমাদের লক্ষ্য হচ্ছে ভালো মানের ইউরোপিয়ান বা মধ্যপ্রাচ্যের লিগে মেয়েদের খেলানো। অস্ট্রেলিয়ার মতো বড় মঞ্চে ভালো খেললে ওদের প্রতি নজর পড়বে ইউরোপিয়ান ক্লাবগুলোর।’
খেলা
শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস বদলে দেওয়ার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে
খেলা
ঋতুপর্ণা এখন ‘মেয়েদের মেসি’
খেলা
জিএসএল ২০২৫ : দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়নি রংপুর রাইডার্স
খেলা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব : বাহরাইনের পর এবার শক্তিশালী মিয়ানমারকেও হারালো বাংলাদেশ
খেলা
‘MEN’S AND WOMEN’S U-18 ASIA CUP-25’ এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল
খেলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করলো আইসিসি
খেলা
মুশফিক-লিটনের ব্যাটে চারশ ছাড়াল বাংলাদেশ
খেলা
সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সেরা স্পোর্টসম্যান : তামিম ইকবাল
খেলা
হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার
খেলা
ইতিহাস গড়ে ইউরোপিয়ান ফুটবলে নতুন রাজা এখন পিএসজি