সর্বশেষ
মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার
সম্পূর্ণ নিউজ
স্ত্রীর তালাক দেওয়ার নোটিশ হাতে পাওয়ার পর দুধ দিয়ে গোসল করেন শাকিল মন্ডল। ছবি: সংগৃহীত
ভালোবেসে বিয়ে করেও অশান্তি, নাটোরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছে স্বামী
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন এলাকার এক চা দোকানি দীর্ঘদিন থেকেই সাংসারিক নানা ঝামেলায় ক্ষুব্ধ ছিলেন স্ত্রীর ওপর। স্ত্রীর তৈরি মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পেতে এর আগে দুইবার ডিভোর্স দিলেও স্বজনদের চাপ আর অনুরোধে আবারও স্ত্রীর মর্যাদা দিতে হয়েছে তাকে। কিন্তু বার বার ভুল স্বীকার আর সমস্যা তৈরি না করার অঙ্গীকার করেও তা ভঙ্গ করায় বিপদে পড়েছেন ওই চা দোকানি। অবশেষে ওই স্ত্রীই তাকে তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করে 'সংসার যন্ত্রণা' থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেন তিনি। পাশাপাশি সবাইকে অনুরোধ করেছেন, বিয়ের আগে যেন মেয়ে, তার মা ও স্বজন সম্পর্কে খোঁজ নিয়ে সবাই বিয়ে করে। এতে তার মতো যন্ত্রণায় কাউকে পড়তে হবে না।
রবিবার (২৯ জুন) দুপুর একটার দিকে বাজার থেকে তিনি এক মণ দুধ কিনে আনেন এবং সেই দুধ দিয়ে গোসল করেন।
ওই চা দোকানির নাম শাকিল মন্ডল (৩২)। মাধনগর রেলস্টেশনে রয়েছে তার চা দোকান। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা।
প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা যায়, এই দম্পতি পূর্ব মাধনগরে রেলের জমিতে বসবাস করতেন। শ্বশুর না থাকায় শাশুড়িও একই বাড়িতে থাকতেন। শাকিলের স্ত্রী একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে শাকিল মন্ডল ভালোবেসে একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীকে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। ভালোবেসে বিয়ে করায় বাবা-মা স্বজনকেও কিছু বলতে পারেন না। আবার ভালোবাসার টানে স্ত্রীকেও কিছু বলতে না পেরে বুঝিয়ে সংসারের শান্তি বজায় রাখার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। দিনের পর দিন নানা ছুতোয় বাড়তে থাকে সংসারের অশান্তি। ওই ঘটনায় প্রতিবেশী, স্বজনরাও ক্ষুব্ধ। একপর্যায়ে পরপর দুইবার ডিভোর্স দিলেও স্বজনদের চাপে আবারও স্ত্রীকে ঘরে তুলতে হয়েছে। কিন্তু স্ত্রীর অশান্তি তৈরির কোন পরিবর্তন হয়নি। এলাকায়, প্রতিবেশী কিংবা স্বজনদের কাছে বরাবরই স্ত্রীর আচরণে লজ্জা ও তিরস্কার পেতে হয়েছে তাকে। ওই অশান্তি থেকে কীভাবে মুক্ত হবেন এনিয়ে ভেবে দিন-রাত যখন অতিবাহিত হচ্ছিল তার, ঠিক সেই সময় গত ০১ জুন স্ত্রীই তাকে ডিভোর্স দেন। রবিবার (২৯ জুন) ডাকযোগে সেই ডিভোর্স লেটার হাতে পেয়ে দুপুরেই প্রায় ১ মণ দুধ কেনেন তিনি। এরপর ওই দুধ দিয়ে গোসল করে নিজকে অশান্তি থেকে মুক্ত ঘোষণা করেন।
স্থানীয় অধিবাসী মান্নান সরদার বলেন, 'দীর্ঘ অশান্তি থেকে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করেন শাকিল।'
আরেক স্থানীয় সোহাব মন্ডল বলেন, 'তারা বেশ কয়েকবার চেষ্টা করেও ওই অশান্তি দুর করতে পারেন নি। ওই টেনশনে ঠিকমতো ব্যবসাও করতে পারতেন না তিনি। অবশেষে ডিভোর্স পেয়ে দু:খ দূর হয়েছে শাকিলের।'
শাকিলের স্বজনেরা বলেন, ওই ডিভোর্স পাওয়ার কারণে শুধু বউ নয় বরং বউ, শাশুড়ির দীর্ঘ নির্যাতন থেকে রক্ষা পেল শাকিল।
শাকিল মন্ডল বলেন, 'আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু সমস্ত স্বপ্ন ভঙ্গ হয়ে অশান্তিতে ভরে উঠেছিল জীবন। কখনো ভাবিনি এমন কিছু হবে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স দিয়েছে। তবে ডিভোর্সের মাধ্যমে দীর্ঘ অশান্তি আর টেনশন থেকে মুক্ত হলাম।'
তিনি বলেন, 'শাশুড়ির উসকানিতে স্ত্রী প্রায় সময় তার সঙ্গে ঝগড়া করতেন। সংসারে অশান্তি লেগেই থাকত। দুজনই সম্পর্কের ইতি টানতে চাইতেন। কিন্তু কে তালাক দেবেন, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারতেন না। অবশেষে স্ত্রী নিজেই তাকে (শাকিল মন্ডল) তালাক দেন। রবিবার (২৯ জুন) সকালে তালাকের নোটিশ হাতে পেয়ে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এমন অবস্থায় কাউকে কিছু না বলে তিনি বাজার থেকে এক মণ গরুর দুধ কিনে আনেন এবং সেই দুধ দিয়ে গোসল করেন।'
তিনি আরও বলেন, ‘স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে প্রথমে খুবই অশান্তি লাগছিল। পরে দুধ দিয়ে গোসল করে শান্তি পাইছি।’
তিনি অবিবাহিত তরুণদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা বিয়ে করার আগে পাত্রী ছাড়াও পাত্রীর মায়ের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে বিয়ে করবেন। এমনকি খোঁজ নিবেন স্বজনদেরও। না হলে আমার মতো পরিণতি হতে পারে।'
শাকিলের স্ত্রী আঙ্গুরি বলেন, 'সংসারে বনিবনা হচ্ছিল না। এ জন্য তার মা বা অন্য কেউ দায়ী নন। আমি নিজেই আইনের আশ্রয় নিয়ে বিবাহবিচ্ছেদ করেছি।'
সম্প্রতি সমাজে যেমন ডিভোর্সের সংখ্যা বেড়েছে, ঠিক একইভাবে বেড়েছে তালাক নেওয়ার পরে দুধ দিয়ে গোসল করার এই ট্রেন্ড। শুধু চলতি বছরেই দেশে এমন একাধিক ঘটনা ঘটেছে।
সারাদেশ
মানিকগঞ্জে নিজের ৯ বছরের মেয়েকে ধর্ষণ মামলার রায়ে বাবার মৃত্যুদণ্ড
সারাদেশ
মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে রেস্তোরাঁয় এসে পটিয়ার আ.লীগ নেতা আটক
সারাদেশ
যশোরে বঙ্গবন্ধু স্মৃতি মুর্যাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’
সারাদেশ
হাসিনার বুলেট থামাতে পারেনি, বিএনপির পাথরও পারবে না : রাফি
সারাদেশ
হাত-পা নেই, মুখ দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন লিতুন
সারাদেশ
রিকশাচালকের টাকা কেড়ে নেওয়ার প্রতিবাদ করায় রকিকে হত্যা করা হয় : পুলিশ
সারাদেশ
ফেনীতে বাঁধ ভেঙে পানির নিচে ৩০ গ্রাম
সারাদেশ
গাজীপুরে কনস্টেবলকে স্যার ডেকে ধরা পড়লেন ভুয়া নারী এসআই
সারাদেশ
গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল অনেক দোকান
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ থেকে শিশুর মরদেহ উদ্ধার