সর্বশেষ
মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার
সম্পূর্ণ নিউজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
শর্ত না মানলে আগামী সোমবার ১২ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সোমবার (৭ জুলাই) ১২টি দেশের পণ্যের উপর নতুন শুল্ক ঘোষণা করবে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৪ জুলাই) তুর্কি সংবাদ সংস্থা 'আনাদোলু এজেন্সি' থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন জানানো হয় যে, ট্রাম্প জানিয়েছেন, ট্রাম্প এরই মধ্যে বেশ কিছু চিঠিতে স্বাক্ষর করেছেন। সেগুলো সোমবার (৭ জুলাই) পাঠানো হবে।
ট্রাম্প বলেন, ‘আমি কিছু চিঠি সই করেছি। সোমবার তা পাঠানো হবে, সম্ভবত ১২টি দেশে। ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকছে এসব চিঠিতে।’
তবে কোন কোন দেশকে এই চিঠি পাঠানো হচ্ছে, তা স্পষ্ট করে বলেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আপনাদের জানানো হবে। আমি আগামী সোমবারই (৭ জুলাই) তা জানাবো।’
হোয়াইট হাউসের পক্ষ থেকেই বিস্তারিত কিছু জানানো হয়নি। ট্রাম্পের ঘোষণায় সংশ্লিষ্ট প্রতিটি দেশের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণের শুল্ক এবং তার সাথে সম্পর্কিত বিবৃতি অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের এপ্রিলে ট্রাম্প বিশ্বের বহু দেশের উপর ১০ শতাংশ ভিত্তি শুল্ক ঘোষণা করেন, যা অধিকাংশ দেশের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানানো হয়।
তবে আলোচনার সুযোগ দিতে এসব বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী বুধবার (৯ জুলাই)।
উল্লেখ্য, ২০২৫ সালের প্রেসিডেন্ট নির্বাচন জিতে এ বছরের এপ্রিলেই ট্রাম্প অভিযোগ করে বলেন, 'অনেক দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাড়তি শুল্ক বসিয়েছে। তাই তাদের যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতেও পাল্টা শুল্ক গুণতে হবে।'
তবে কোন কোন দেশ এই তালিকায় রয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি বলে বাংলাদেশ এই তালিকায় আছে কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, বহুপাক্ষিক বাণিজ্য কাঠামোর ওপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল রপ্তানিনির্ভর দেশগুলোর জন্য এটি উদ্বেগজনক হতে পারে, যদি বাংলাদেশও এই ১২ দেশের তালিকায় পড়ে।
আন্তর্জাতিক
ওড়িশায় আত্মীয়কে প্রেম করে বিয়ে করায় নবদম্পতিকে জোয়ালে বেঁধে হালচাষ করালো গ্রামবাসী
আন্তর্জাতিক
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক
পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক
বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে : সর্বানন্দ সোনোয়াল
আন্তর্জাতিক
মক্কায় বৈঠক করেছেন ইরা্নের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক
ছয় মাসে মালয়েশিয়ায় আটক ২৬ হাজারের বেশি অভিবাসী
আন্তর্জাতিক
ব্রিকস সম্মেলনের মধ্যেই ট্রাম্পের হুমকি, ইরান ও ফিলিস্তিনের পক্ষ নিলেন নেতারা
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের
আন্তর্জাতিক
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি ইসরায়েল
আন্তর্জাতিক
যুদ্ধের পর আশুরার দিনে প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি