৩১শে আগস্ট, ২০২৫

১৬ই ভাদ্র, ১৪৩২

৮ই রবিউল আউয়াল, ১৪৪৭

রবিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

সম্পূর্ণ নিউজ

বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন, ওরাও পুরুষতন্ত্রের শিকার : ফাতিমা সানা

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ছবি: সংগৃহীত

বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন, ওরাও পুরুষতন্ত্রের শিকার : ফাতিমা সানা

শিল্পবাংলা ডেস্ক,প্রকাশ: ১ আগস্ট, ২০২৫ এ ১৫:২২

বরাবরই খোলামেলা বক্তব্যের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। লিঙ্গ সমতা নিয়ে আগেও বহুবার মুখ খুলেছেন তিনি। এবার জানালেন, শুধু নারীরাই নন, পুরুষরাও অনেক সময় পুরুষতন্ত্রের শিকার হন।

 

Actress Fatima Sana Shaikh is grabbing all attention for her Instagram  pictures... Pics | Actress Fatima Sana Shaikh is grabbing all attention for  her Instagram pictures... Photos | Actress Fatima Sana Shaikh

 

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে একজন প্রগতিশীল বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে তাকে, যেখানে তার বিপরীতে ছিলেন আর মাধবন। 

 

CoverCity - DVD Covers & Labels - Aap Jaisa Koi

 

ছবির গল্প ঘিরে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রসঙ্গে ফাতিমা বলেন, ‘বিষাক্ত সম্পর্কে পুরুষেরাও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হল, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাদের নিয়ে হাসাহাসি করা হয়। এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।’ 

 

ফাতিমা আরও বলেন, “‘পরিবারের খেয়াল রাখি। সকলের খেয়াল রাখি।’ পুরুষদের যেন এই একটাই লক্ষ্য। তাদের কোনও অভিযোগ থাকতে পারে না। পুরুষরা দুর্বল হতেই পারে না। তাই শুধুই মহিলারা পুরুষতন্ত্রের শিকার, সেটা বলা যায় না।”

 

সম্পর্কে দু’জনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, ‘সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারী সত্তা ধরে রাখতে চাই। আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তার মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনোই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলির জন্যই আমরা পরস্পরকে ভালোবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি। সেটা থাকলে বাকি সব কিছু ঠিক থাকে।’

 

উল্লেখ্য, গত কয়েক দিনে ফাতিমা ও বিজয় বর্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। বিজয় এর আগে তমন্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছে তার।

বলিউডঅভিনেত্রীবলিউড অভিনেত্রীফাতিমা সানা শেখনারীপুরুষপুরুষতন্ত্রআপ য্যায়সা কোই