৩১শে আগস্ট, ২০২৫

১৬ই ভাদ্র, ১৪৩২

৮ই রবিউল আউয়াল, ১৪৪৭

রবিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰জাকসুতে মেঘ-লিমনের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা

সম্পূর্ণ নিউজ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

সংগৃহীত ছবি

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

শিল্পবাংলা ডেস্ক,প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫ এ ১৪:৩৯

ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় আমেরিকার মিনেসোটার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাহানারা। ডায়াবেটিসের প্রভাবে দু’টি কিডনি কার্যক্ষমতা হারায়, এবং তিনি প্রায় ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করতে হতো তাকে।

জাহানারা ভূঁইয়া ১৯৭০-এর দশকে গীতিকার হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। স্বামী পরিচালক সিরাজুল ইসলামের ছবির জন্য প্রথম গান লিখেন।

১৯৮০-এর দশকে ‘সত্তা’ ছবিতে খলনায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পরিচিতি পান। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া পরিচালনা ও প্রযোজনাতেও যুক্ত ছিলেন; ‘সিঁদুর নিওনা মুছে’ তার পরিচালিত একটি ছবি।

অভিনেত্রীজাহানারা ভূঁইয়াঢাকাই সিনেমা