৩১শে আগস্ট, ২০২৫

১৬ই ভাদ্র, ১৪৩২

৮ই রবিউল আউয়াল, ১৪৪৭

রবিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰‘বাবা জীবিত না মৃত, এটুকু অন্তত জানানো হোক’

সম্পূর্ণ নিউজ

লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি

সংগৃহীত ছবি

লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি

শিল্পবাংলা ডেস্ক,প্রকাশ: ২৮ মে, ২০২৫ এ ১৬:৪৩

লিবিয়া থেকে ফিরেছেন ১৫০ বাংলাদেশি। বুধবার (২৮ মে) সকালে তারা দে‌শে ফেরেন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়ার বেনগাজি পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক ১৫০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বুধবার ভোর ৬টা ২৫ মি‌নি‌টে বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর ইউজেড ২২২) ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

 

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচণায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায় এ বিষয়ে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাইকে আহ্বান জানান।

 

আইওএম-এর পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসিত হওয়া প্রত্যেককে ছয় হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। 

 

 

লিবিয়াবাংলাদেশপররাষ্ট্র মন্ত্রণালয়