সর্বশেষ খবর
LATEST NEWS
📰জাকসুতে মেঘ-লিমনের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা
সম্পূর্ণ নিউজ
সংগৃহীত ছবি
মানসিক ভারসাম্যহীন এক রেমিট্যান্স যোদ্ধা খুঁজছে স্বজন!
ঢাকার আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারে স্বজনের অপেক্ষায় রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক রেমিট্যান্স যোদ্ধা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে ওমান থেকে দেশে ফেরেন সুমন নামের ওই প্রবাসী। দেশে ফিরলেও তিনি বর্তমানে দিশেহারা অবস্থায় আছেন।
বিমানবন্দরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এভিয়েশন সিকিউরিটি সদস্যরা তাকে শনাক্ত করেন। পরে তাকে নিরাপদে হস্তান্তরের জন্য আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে রয়েছেন।
সুমনের কাছ থেকে তার নাম ছাড়া অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। কখনো তিনি বলছেন তার বাড়ি ফেনী, কখনো বরিশাল আবার কখনো ঢাকার নাম করছেন। তার কাছে কোনো পাসপোর্ট বা নথিপত্রও নেই। মানসিক অসুস্থতার কারণে নিজের সঠিক পরিচয় জানাতে তিনি সম্পূর্ণ অক্ষম।
এ পরিস্থিতিতে তার প্রকৃত পরিবার বা স্বজনদের খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে ব্র্যাক। কেউ যদি তাকে চিনে থাকেন বা পরিবারের খোঁজ দিতে পারেন, অনতিবিলম্বে আল আমিন নয়ন (মোবাইল: ০১৭১২ ১৯৭ ৮৫৪) এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
শুধু সুমন নন, এ ধরনের পরিস্থিতিতে দেশে ফেরা মানসিক ভারসাম্যহীন মোট ১৪৮ জন রেমিট্যান্স যোদ্ধাকে ইতোমধ্যেই তাদের পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে ব্র্যাক।
প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। দেশের জন্য ঘাম ঝরানো এসব রেমিট্যান্স যোদ্ধাদের দুর্দশার মুহূর্তে রাষ্ট্র ও সমাজের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সময় রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে অসহায় প্রবাসীদের জন্য স্থায়ী সমাধান নিশ্চিত করার।
প্রবাস
মানসিক ভারসাম্যহীন এক রেমিট্যান্স যোদ্ধা খুঁজছে স্বজন!
প্রবাস
চোরাচালানের অভিযোগে কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক
প্রবাস
মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের দোয়া মাহফিলের আয়োজন
প্রবাস
অবৈধ তামাক ও সিগারেট বিক্রির উদ্দেশ্যে সাথে রাখায় ওমানে এক বাংলাদেশি গ্রেফতার
প্রবাস
ওমানে ব্লক এবং জরিমানা ছাড়া ভিসা নবায়ণের শেষ সময় ৩১ জুলাই, প্রবাসীরা দেশে ফিরতে পারবেন জেল-জরিমানা ছাড়াই
প্রবাস
লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি