৩১শে আগস্ট, ২০২৫

১৬ই ভাদ্র, ১৪৩২

৮ই রবিউল আউয়াল, ১৪৪৭

রবিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰‘বাবা জীবিত না মৃত, এটুকু অন্তত জানানো হোক’

সম্পূর্ণ নিউজ

অবৈধ তামাক ও সিগারেট বিক্রির উদ্দেশ্যে সাথে রাখায় ওমানে এক বাংলাদেশি গ্রেফতার

অবৈধ তামাক ও সিগারেট বিক্রির উদ্দেশ্যে সাথে রাখায় ওমানে এক বাংলাদেশি গ্রেফতার

শিল্পবাংলা ডেস্ক,প্রকাশ: ১২ জুলাই, ২০২৫ এ ১৭:৫৯

ওমানের মাস্কাট গভর্নরেটের পুলিশ বিভাগ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে, যিনি তার গাড়ির মাধ্যমে বিপুল পরিমাণ সিগারেট এবং নিষিদ্ধ তামাকজাত পণ্য বহন করছিলেন। 

 


বৃহস্পতিবার (১০ জুলাই) রাজকীয় ওমান পুলিশ (আরওপি) তাদের এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।

 

 

তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এই নিষিদ্ধ পণ্যগুলো নিজের দখলে রেখেছিলেন বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহনের জন্য। আইনশৃঙ্খলা বাহিনী তার গাড়ি থেকে সন্দেহজনক কার্যকলাপের সূত্র ধরে পণ্যগুলো জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারের সময় তার কাছ থেকে বহু কার্টন সিগারেট ও তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং পুরো প্রক্রিয়া বর্তমানে তদন্তাধীন।

 

ওমান পুলিশের পক্ষ থেকে এ ধরনের অপরাধ প্রতিরোধে সকল প্রবাসী ও নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তারা স্পষ্ট করেছে, অবৈধ পণ্যের আমদানি, পরিবহন ও বাণিজ্যিক ব্যবহার ওমানে শাস্তিযোগ্য অপরাধ।

 

এর আগেও গত ২৯ জুন দুই বাংলাদেশিকে সিগারেট, তামাকজাত দ্রব্য ও মাদক বিক্রির অপরাধে গ্রেফতার করা হয়েছিল। 

 

 

ওমানে এই ধরনের ঘটনায় বাংলাদেশিদের জড়িয়ে যাওয়ার হার দিনদিন বাড়ছে।

ওমানপ্রবাসপুলিশসিগারেটতামাকগ্রেফতার