৩১শে আগস্ট, ২০২৫

১৬ই ভাদ্র, ১৪৩২

৮ই রবিউল আউয়াল, ১৪৪৭

রবিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

সম্পূর্ণ নিউজ

কুনুতে নাজেলা : মুসলিমদের ওপর বিপদ দেখা দিলে যে দোয়া করতেন নবীজি (সা.)

প্রতীকী ছবি

কুনুতে নাজেলা : মুসলিমদের ওপর বিপদ দেখা দিলে যে দোয়া করতেন নবীজি (সা.)

শিল্পবাংলা ডেস্ক,প্রকাশ: ১০ জুলাই, ২০২৫ এ ১১:১৪

কুনুতে নাজেলা একটি বিশেষ দোয়া, যা মুসলিম উম্মাহর ওপর বিপদ, সংকট বা ফিতনা এলে নামাজে পড়া হয়। নবীজি (সা.) বিপদের সময় সাহাবিদের সঙ্গে নিয়ে এই দোয়ার আমল করতেন।

 

আধুনিক জীবনে, যখন আমরা ব্যক্তিগত ও সমাজের নানা সংকটে পড়ি, কুনুতে নাজেলা আমাদের জন্য হতে পারে আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাবার একটি উপায়। হাদিসে এসেছে, নবীজি (সা.) মুসলিমদের ওপর বিপদ দেখা দিলে কুনুতে নাজিলা পড়তেন এবং শত্রুদের বিরুদ্ধে দোয়া করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৪,৫৬৩)

 

কুনুতে নাজেলার দোয়া


কুনুতে নাজেলা একটি প্রচলিত দোয়া, যা হাদিসে বর্ণিত এবং বিপদের সময় পড়া হয়। সেটি হলো:

 

উচ্চারণ: আল্লাহুম্মাহদিনা ফি মান হাদাইতা, ওয়া ‘আফিনা ফি মান ‘আফাইতা, ওয়া তাওয়াল্লানা ফি মান তাওয়াল্লাইতা, ওয়া বারিক লানা ফি মা আ‘তাইতা, ওয়া কিনা শাররা মা কাদাইতা, ফাইন্নাকা তাকদী ওয়া লা ইউকদা ‘আলাইকা, ইন্নাহু লা ইযযিল্লু মান ওয়ালাইতা, ওয়া লা ই‘উযযু মান ‘আদাইতা, তাবারাকতা রাব্বানা ওয়া তা‘আলাইতা।

 

অর্থ: হে আল্লাহ, তুমি যাদের হেদায়েত দিয়েছ, তাদের মধ্যে আমাদের হেদায়েত দাও। তুমি যাদের নিরাপত্তা দিয়েছ, তাদের মধ্যে আমাদের নিরাপত্তা দাও। তুমি যাদের বন্ধুত্ব গ্রহণ করেছ, তাদের মধ্যে আমাদের বন্ধুত্ব গ্রহণ করো। তুমি আমাদের যা দিয়েছ, তাতে আমাদের জন্য বরকত দাও। তুমি যা ফয়সালা করেছ, তার ক্ষতি থেকে আমাদের রক্ষা করো। নিশ্চয় তুমি ফয়সালা করো, আর তোমার বিরুদ্ধে ফয়সালা হয় না। তুমি যাকে বন্ধু করো, সে কখনো অপমানিত হয় না, আর যাকে শত্রু করো, সে কখনো সম্মানিত হয় না। হে আমাদের প্রতিপালক, তুমি বরকতময়, তুমি সর্বোচ্চ। (সুনানে নাসায়ি, হাদিস: ১,৭৪৫)

 


পড়ার নিয়ম


কুনুতে নাজেলা সাধারণত ফজর নামাজে শেষ রাকাতে রুকুর পর হাত বেঁধে সিজদায় যাবার আগে পড়া হয়। তবে অন্য ফরজ নামাজেও পড়া যায়।

 

রুকুর পর ‘আল্লাহু আকবার’ বলে হাত বেঁধে দাঁড়িয়ে দোয়া পড়ুন। মুসলিম উম্মাহর বিপদ দূরীকরণ, শত্রুর বিরুদ্ধে বিজয় বা আল্লাহর সাহায্যের জন্য নিয়ত করুন। জামাতে নামাজ হলে ইমামের জন্য নিয়ম হলো জোরে পড়া এবং মুক্তাদিরাও উচ্চৈঃস্বরে ‘আমিন’ বলবেন।

 

কুনুতে নাজেলা বিপদের সময় মুসলিমদের জন্য আল্লাহর কাছে সাহায্য ও রক্ষা প্রার্থনার একটি শক্তিশালী মাধ্যম। নবীজি (সা.) মদিনায় শত্রুর আক্রমণের সময় এই দোয়া পড়তেন এবং সাহাবিদের শিখিয়েছেন। (সুনান আবু দাউদ, হাদিস: ১,৫৩৭)

 

বর্তমানে আমরা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অশান্তিসহ নানা সামাজিক সংকটের মুখোমুখি। কুনুতে নাজিলা পড়া আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা ও ধৈর্য ধরতে শেখাবে। কেননা, এটি বিপদ ও সংকটে মুসলিম উম্মাহর জন্য আল্লাহর কাছে সাহায্য ও রক্ষা প্রার্থনার একটি শক্তিশালী দোয়া। আসুন, বিপদের সময় কুনুতে নাজেলা পড়ে আল্লাহর কাছে সাহায্য ও হেদায়েত কামনা করি।

কুনুতে নাজেলামুসলিমইসলামধর্মদোয়াবিপদবিপদের দোয়াদোয়া কুনুতনবীজি (সা.)