সর্বশেষ খবর
LATEST NEWS
📰জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
সম্পূর্ণ নিউজ
নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা–পাবনা মহাসড়কে প্রতীকী পাঠদান কর্মসূচি। ছবি: সংগৃহীত
স্থায়ী ক্যাম্পাস চেয়ে অনন্ত লড়াইয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মহাসড়কে প্রতীকী ক্লাস
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা–পাবনা মহাসড়কে প্রতীকী পাঠদান কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে মহাসড়কে বসেই পাঠ গ্রহণ করে শিক্ষার্থীরা। এতে ব্যাহত হয় সড়ক যোগাযোগ এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা। এমনকি আজ মঙ্গলবারও (২৯ জুলাই) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আবারও মহাসড়কে ক্লাস নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’। ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ১১ মে মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন, ২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পর ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’। প্রতিষ্ঠার নয় বছর পার হলেও এখনও নিজস্ব ক্যাম্পাস নির্মিত হয়নি। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা—এই পাঁচটি বিভাগে ১,২০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ে রয়েছেন ৩৪ জন শিক্ষক, ৫৪ জন কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ এবং ভাড়া করা দুটি ভবনে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পূর্ব নির্ধারিত ১০০ একর নিষ্কণ্টক জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন পাওয়ার পর সেটি বর্তমানে রয়েছে একনেকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।
আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতিবাচক প্রতিবেদনের কারণেই প্রকল্পটি অনুমোদন পাচ্ছে না। তারা এ প্রতিবেদন প্রত্যাহার এবং উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
পাঠদান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের ১২টি ক্লাস একযোগে অনুষ্ঠিত হয়। বক্তৃতা পর্বে অংশ নেন ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া এবং অর্থনীতি বিভাগের সুজানা প্রমুখ।
আন্দোলনকারীরা জানান, পূর্ণাঙ্গ ডিপিপি অনুমোদন ও ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম শুরুর আগপর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, 'প্রশাসন বারবার শুধু আমাদের আশ্বাসই জানিয়ে আসছে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে দৃষ্টিগত এখনো কিছু করতে পারেনি। উপরন্তু হল না থাকায় আবাসন সংকটের পাশাপাশি মহিলা কলেজ ও কমিউনিটি সেন্টারে ক্লাস চলায় আমরা একাডেমিকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের শ্রেণিকক্ষ সংকট।'
এর আগে শনিবার (২৬ জুলাই) বেলা ১১ টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ বয়কট কর্মসূচি ও মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘৯ বছর অতিক্রম করলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজও স্থায়ী ক্যাম্পাস পায়নি। ভাড়া ভবনে অত্যন্ত সীমিত পরিসরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষার্থীদের নেই আবাসিক সুবিধা, নেই লাইব্রেরি, গবেষণাগার ও খেলার মাঠ। এতে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫৯৫ কোটি টাকার স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অনুমোদনের পরও তা এখনও একনেক সভায় পাশ হয়নি।’
সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ বলেন, ‘এ পর্যন্ত ডিপিপি সাতবার সংশোধন করা হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগ যখন যে তথ্য-প্রমাণক চেয়েছে, আমরা তা সরবরাহ করেছি। শুধু তাই নয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছাড়পত্র এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১০০ একর ভূমি ব্যবহারে অনাপত্তিপত্র ডিপিপির সঙ্গে সরবরাহ করা হয়েছে। তবুও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় আমাদের মনে শঙ্কা সৃষ্টি হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর ও ১৮ ডিসেম্বর শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানের মাধ্যমে আন্দোলন চালিয়ে গেলেও প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।
পরবর্তীতে চলতি বছরের শুরুতে আবারও এই দাবিতে আন্দোলন শুরু হয়। গত ২২ ও ২৩ জানুয়ারি এই দাবিতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
কিন্তু দীর্ঘদিনেও আশানুরূপ সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি আজও পূরণ হয় নি।
প্রসঙ্গত, রবিবার (২৭ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আট হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য ২ হাজার ৮৪০ কোটি টাকা বাজেট অনুমোদন করা হয়। অন্যদিকে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো বাজেট অনুমোদন করা হয়নি।
ক্যাম্পাস
জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ক্যাম্পাস
নুরের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি
ক্যাম্পাস
জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ক্যাম্পাস
জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থী
ক্যাম্পাস
জাকসু নির্বাচন: ছাত্রী হলে ভোট ছাড়াই জয়ী হবেন অনেকে!
ক্যাম্পাস
জাবি অধ্যাপক তারিকুল ইসলামকে অক্সফোর্ডে আমন্ত্রণ
ক্যাম্পাস
কার্বন দূষণ মোকাবেলায় ‘লিকুইড-ট্রি’ উদ্ভাবন করেছে জাবির একদল গবেষক
ক্যাম্পাস
ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
ক্যাম্পাস
‘এক দুই তিন চার, ফ্যাসিস্ট কেন বলল স্যার’- স্লোগানে মুখর বাকৃবি
ক্যাম্পাস
ডাকসু নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দুই ছাত্রী