সর্বশেষ খবর
LATEST NEWS
📰জাকসুতে মেঘ-লিমনের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা
সম্পূর্ণ নিউজ
সংগৃহীত ছবি
জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সংশপ্তক ভাস্কর্যের সামনে এই প্যানেল ঘোষণা করেন ৪৭ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী।
এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি ও ৪৭ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায়, সাধারণ সম্পাদক (জিএস) পদে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও ৪৭ ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শরণ এহসান।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ফারিয়া জামান নিকি, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সুকান্ত বর্মন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে সোমা ডুমরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আতিকুর রহমান জনি, সাংস্কৃতিক সম্পাদক পদে রাহাতুল ফেরদৌস রাত্রি, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মায়মুনা বিনতে সাইফুল, নাট্য সম্পাদক পদে ইগিমি চাকমা, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে প্রত্যাশা ত্রিপুরা, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে রেংথ্রি ম্রো, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. মাহফুজ আহমেদ, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আবরার হক বিন সাজেদ, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে মায়িশা মনি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) পদে মো. তাজুন ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে লাবিবা মুবাশশিরা ইশাদি, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে সীমান্ত বর্ধন।
এছাড়াও কার্যকরী সদস্য (নারী) পদে আরিফা জান্নাত মুক্তা, আনিকা তাবাসসুম ফারাবী ও আদৃতা রায়।
কার্যকরী সদস্য (পুরুষ) পদে ৪ জনকে সমর্থন করছে ‘সম্প্রীতির ঐক্য’। তারা হলেন- নিহ্লা অং মারমা, সৈকত কুমার কানু, চুই থুই প্রু মারমা ও এরফানুল ইসলাম ইফতু।
তারা জানান, এই প্যানেলে ১১ জন নারী শিক্ষার্থী, ১৪ জন পুরুষ শিক্ষার্থী, সমতল ও পাহাড়ের ৭ জন আদিবাসী শিক্ষার্থী, ১৪ জন মুসলিম, ৬ জন হিন্দু, ৩ জন বৌদ্ধ এবং ২ জন খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীর সমন্বয়ে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া প্যানেলটি ক্রীড়া সম্পাদক পদটি অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণের সমর্থনে খালি রেখেছে।
ক্যাম্পাস
জাকসুতে মেঘ-লিমনের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা
ক্যাম্পাস
মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ৬০
ক্যাম্পাস
জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ক্যাম্পাস
নুরের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি
ক্যাম্পাস
জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ক্যাম্পাস
জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থী
ক্যাম্পাস
জাকসু নির্বাচন: ছাত্রী হলে ভোট ছাড়াই জয়ী হবেন অনেকে!
ক্যাম্পাস
জাবি অধ্যাপক তারিকুল ইসলামকে অক্সফোর্ডে আমন্ত্রণ
ক্যাম্পাস
কার্বন দূষণ মোকাবেলায় ‘লিকুইড-ট্রি’ উদ্ভাবন করেছে জাবির একদল গবেষক
ক্যাম্পাস
ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত