সর্বশেষ খবর
LATEST NEWS
📰জাকসুতে মেঘ-লিমনের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা
সম্পূর্ণ নিউজ
সংগৃহীত ছবি
জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ভিপিপ্রার্থী মো. রাব্বি হাসান। বুধবার দুপুর দেড়টায় জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে তিনি অনশনে বসেন।
রাব্বি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, নির্বাচন কমিশনের নীতিমালায় প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তা কার্যকর করতে কোনো পদক্ষেপ নেয়নি। ডোপ টেস্ট শুধু একজন প্রার্থীর শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণই নয়, এটি জাকসুকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতিমুক্ত রাখার একটি অপরিহার্য শর্ত। আমরা এমন নেতৃত্ব চাই, যারা শারীরিকভাবে সুস্থ ও মূল্যবোধসম্পন্ন। তিনি প্রশাসনের এই উদাসীনতাকে নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলার শামিল বলে উল্লেখ করেন। তার দাবি, অবিলম্বে সব প্রার্থীর ডোপ টেস্ট নিশ্চিত করে এর ফলাফল স্বচ্ছভাবে প্রকাশ করা হোক।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অনুষ্ঠান ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ আইন অমান্য করে ‘প্রাক্তন জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরাম’-এর উদ্যোগে সাবেক ছাত্রদল নেতা মরহুম হাবিবুর রহমান কবিরের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়কসহ অন্যরা।
১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে ক্যাম্পাসে ২০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। এছাড়া জাকসু নির্বাচন কমিশন প্রকাশিত আচরণবিধিতে বলা আছে-ক্যাম্পাসে যে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, দোয়ার অনুষ্ঠানটির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু নির্বাচন কমিশনের আরেকটু দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। এতে নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হয়েছে।
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন এবং এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা আরও দেখেছি, একটি গোষ্ঠী এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিটি আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ব্যানার ঝুলিয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আজকের অনুষ্ঠানটি জাবি ছাত্রদল আয়োজন করেনি। এখানে আমরা দাওয়াত পেয়ে অংশ নিয়েছিলাম। এটি ছিল দোয়া অনুষ্ঠান। এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে মনে করি না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আজিজুর রহমান বলেন, আজকের অনুষ্ঠানের ব্যাপারে আমি কোনোভাবেই অবগত ছিলাম না। অনুষ্ঠানটি বেআইনি ছিল কি না-জানতে চাইলে তিনি বলেন, সব ধরনের অনুষ্ঠান বলতে এটিও এর আওতায় পড়ে।
এ বিষয়ে জাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আজকের অনুষ্ঠানটি ছিল একটি দোয়ার। এটিকে ভিন্নভাবে দেখার কিছু নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দোয়ার অনুষ্ঠানে বাধা দিতে পারে না। আর আজকের অনুষ্ঠানের জন্য তারা অনুমতি নিয়েছিল।
ক্যাম্পাস
জাকসুতে মেঘ-লিমনের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা
ক্যাম্পাস
মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ৬০
ক্যাম্পাস
জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ক্যাম্পাস
নুরের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি
ক্যাম্পাস
জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ক্যাম্পাস
জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থী
ক্যাম্পাস
জাকসু নির্বাচন: ছাত্রী হলে ভোট ছাড়াই জয়ী হবেন অনেকে!
ক্যাম্পাস
জাবি অধ্যাপক তারিকুল ইসলামকে অক্সফোর্ডে আমন্ত্রণ
ক্যাম্পাস
কার্বন দূষণ মোকাবেলায় ‘লিকুইড-ট্রি’ উদ্ভাবন করেছে জাবির একদল গবেষক
ক্যাম্পাস
ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত