সর্বশেষ খবর
LATEST NEWS
📰জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
সম্পূর্ণ নিউজ
ফোকাস গ্রুপ আলোচনা। ছবি: সংগৃহীত
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদনে বাধা সৃষ্টি হচ্ছে: ডিসিসিআই
দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদনে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের নেতারা।
সোমবার (২৮ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক এক ফোকাস গ্রুপ আলোচনায় বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ বলেন, 'জ্বালানি সক্ষমতা বাড়াতে আমাদের সামগ্রিকভাবে অভ্যাসগত পরিবর্তন আনতে হবে। সমসাময়িক ভূ-রাজনৈতিক প্রেক্ষিত বিবেচনায়, দেশের বেসরকারি খাত যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, সেই সঙ্গে শিল্পে নিরবচ্ছিন্ন মানসম্পন্ন জ্বালানি সরবরাহ না থাকার কারণে আমরা পণ্য উৎপাদনে পিছিয়ে পড়ছি। ফলে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পাচ্ছে। শিল্প-কারখানায় নিয়মিতভাবে ‘এনার্জি অডিট’ বাস্তবায়নের আমাদের গুরুত্ব দিতে হবে।'
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, 'জ্বালানি দক্ষতা বিষয়ে ২০১৬ সালে একটি এনার্জি অ্যাফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন মাস্টারপ্ল্যান এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে ২০২৩ সালে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টারপ্ল্যান করা হলেও কোনো জ্বালানি দক্ষতা নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা ও কর্মপরিকল্পনা নেই। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। সেইসাথে জ্বালানি দক্ষতার বিষয়ে গৃহীত পরিকল্পনাগুলোর বাস্তবায়ন হয়েছে কি না এবং শিল্প খাতে এ বিষয়ে কী ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে এবং কতটা কার্যকর হয়েছে, সেটি অনুসন্ধান করে দেখা উচিত।'
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি বলেন, 'বেসরকারি খাতের আর্থিক সক্ষমতা বেশ বেড়েছে। তাই জ্বালানিবিষয়ক গবেষণা কার্যক্রমের অর্থায়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।'
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান, নিউএইজ গ্রুপ আসিফ ইব্রাহীম বলেন, 'দেশের বৃহৎ শিল্প-কারখানাগুলোয় জ্বালানি সরবরাহ থাকলেও, বিশেষ করে এসএমই খাতের উদ্যোক্তারা জ্বালানি স্বল্পতার কারণে উৎপাদন কার্যক্রম পরিচালনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি ব্যবহারের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান উচ্চ শুল্কহার হ্রাস করা গেলে শিল্প খাতে জ্বালানি সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।'
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (অপারেশন) মো. রফিকুল আলম বলেন, 'প্রতি কিউবিক এলএনজি আমদানিতে ৬৫-৭০ টাকা ব্যয় হলেও সরকার বিক্রি করছে ৩০ টাকায়। ফলে এখানে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। সকল স্তরের ভোক্তাদের জ্বালানি ব্যবহারের জনসচেনতা বৃদ্ধির মাধ্যমে ৫-১৫% জ্বালানিসাশ্রয় সম্ভব। এর জন্য দরকার এ খাতে গবেষণা কার্যক্রম বাড়ানোর, সেইসাথে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুৎ ব্যবহারের বৃদ্ধির আমাদের জোর দিতে হবে।'
বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব (প্রশিক্ষণ শাখা) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের মোট উৎপাদিত জ্বালানির ২৭ শতাংশ শিল্প খাতে ব্যবহৃত হয় এবং ২০৫০ সালে এ চাহিদা ৪০ শতাংশে উন্নীত হবে। জ্বালানি উৎপাদন ও ব্যবহারে সাশ্রয়ী হলে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে শিল্প-কারখানাসহ জনগণকে জ্বালানি সেবা প্রদান সম্ভব হবে।’
পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (উৎপাদন ও বিপণন) মো. ইমাম উদ্দিন শেখ বলেন, প্রতিদিন গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট। যদিও আমরা ২৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারছি, ঘাটতি রয়েছে ৯০০ মিলিয়ন ঘনফুট। প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ প্রাপ্তির লক্ষ্যে শিল্পাঞ্চলগুলোয় কারখানা স্থাপনের জন্য উদ্যোক্তাদের প্রতিআহ্বান জানাচ্ছি।'
বাপেক্সের মহাব্যবস্থাপক (উৎপাদন বিভাগ) প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন বলেন, 'শিল্পে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা যাচ্ছে না, এটি অস্বীকারের উপায় নেই, শিল্প খাতে প্রয়োজনীয় জ্বালানি প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে নিজেদের সক্ষমতা বাড়াতে ২০৩০ সালের মধ্যে সারা দেশে ১০০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।'
বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ বলেন, ‘এলএনজি আমদানিতে বেসরকারি খাতে অধিকহারে সম্পৃক্তকরণে সরকারকে এগিয়ে আসতে হবে।’
বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মনসুর আহমেদ বলেন, 'প্রতিনিয়ত প্রাকৃতিক গ্যাস আহরণের হার হ্রাস পাচ্ছে, বিষয়টি উদ্বেগজনক। এমতাবস্থায় আমাদের জ্বালানি আমদানি উৎসের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিতে হবে।'
বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বলেন, 'নতুন শিল্প স্থাপনে জ্বালানির উচ্চমূল্য দেশের শিল্পায়ন বিকাশে অন্যতম প্রতিবন্ধকতা। বৃহত্তর গাজীপুর শিল্পাঞ্চলে প্রতিদিন ৬-৮ ঘণ্টা লোডশেডিং চলেছে। ফলে অতিরিক্ত খরচ হচ্ছে ৪-৫ লাখ টাকা। এ ছাড়া পণ্য উৎপাদনে সময়ক্ষেপণের কারণে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা ক্রমাগত পিছিয়ে পড়ছি। শিল্প-কারখানায় শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা গেলে ২২০ মেগাওয়াট জ্বালানি সাশ্রয় সম্ভব হবে।'
অনুষ্ঠানে শিল্প খাতে জ্বালানি দক্ষতা নিয়ে সানেমের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। যেখানে শিল্প খাতে জ্বালানি দক্ষতার বর্তমান অবস্থা, প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার এবং জ্বালানি দক্ষতা পরিমাপের স্ট্যান্ডার্ডাইজড পরিমাপক এবং অনিয়মিত জ্বালানি সরবরাহ কীভাবে দক্ষতা হ্রাস করছে, তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের পরিচালক মো. রেজাউল করিম খান, বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফা আল মাহমুদ, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর সহকারী পরিচালক (স্ট্যান্ডার্ডস ও লেবেলিং) প্রকৌশলী তৌফিক রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও ডিজাইন) গোবিন্দ চন্দ্র লাহা, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিকল্পনা) মো. আদিল চৌধুরী, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গ্রিড, সিস্টেম প্রটেকশন ও এনার্জি অডিট) প্রকৌশলী মো. মঈনুদ্দিন খান, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট প্রধান তানভীর ইবনে বাশার, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)-এর নির্বাহী পরিচালক শংকর কুমার রায়, বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কর্নেল (অব.) প্রকৌশলী এ আর মোহাম্মদ পারভেজ মজুমদার, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন সহসভাপতি ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. সুমন চৌধুরী এবং এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক প্রকৌশলী মো. নূরুল আখতার প্রমুখ।
অর্থ-বাণিজ্য
‘১০০’ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার
অর্থ-বাণিজ্য
আজ থেকে মিলবে টিসিবির পণ্য, কার্ডবিহীন সাধারণ ভোক্তারাও কিনতে পারবেন
অর্থ-বাণিজ্য
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে কাল
অর্থ-বাণিজ্য
প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ স্বাভাবিক অবস্থানে আছে: মার্কিন শুল্ক প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি
অর্থ-বাণিজ্য
শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দেবে বাংলাদেশ
অর্থ-বাণিজ্য
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদনে বাধা সৃষ্টি হচ্ছে: ডিসিসিআই
অর্থ-বাণিজ্য
৭৫ শতাংশই অর্থপাচার ঘটে মিথ্যা আমদানি-রপ্তানির আড়ালে : বিআইবিএম
অর্থ-বাণিজ্য
অবশেষে পরিবর্তন হলো উত্তরাধিকার সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি
অর্থ-বাণিজ্য
দেশের প্রথম ব্যাংক হিসেবে বাজার মূলধন ১ বিলিয়ন ডলার ছাড়ালো ব্র্যাক ব্যাংকের
অর্থ-বাণিজ্য
২৩ হাজার ৪৮২ কোটি টাকার সিগারেট বিক্রি করেও মুনাফা কমেছে বিএটিবিসির