বাংলাদেশি পণ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, তা থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন প্যাকেজ নিয়ে; আরো কী কী কিনতে পারে, তা নিয়ে।’’
এদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে বসেন তারা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টার দিকে বৈঠক শুরু হয় বলে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে।
ট্রাম্প প্রশাসনের ৩৫ শতাংশ শুল্কের হাত থেকে রেহাই পেতে এরই মধ্যে ৬২৬টি মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে টিসিবির গম ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্তও এসেছে। যুক্তরাষ্ট্র থেকে বেসরকারি খাতে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগও আছে। মার্কিন শুল্ক থেকে রক্ষা পেতে সবশেষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও এসেছে অন্তর্বর্তী সরকারের তরফে।
এর বাইরেও আরও কোনো উদ্যোগ আছে কিনা, সেই প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘আরো আছে, কী কী আছে, সেটা এখন আমি বলব না। তিনি ফিরে এলে তারপর বলব।”
চূড়ান্ত দর-কষাকষিতে শুল্ক ১০-২০ শতাংশে নামানোর লক্ষ্য
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ হতে যাওয়া নতুন শুল্কহার কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তৃতীয় ও চূড়ান্ত দফার আলোচনায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছে। দেশ ছাড়ার আগে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত আলোচনা আন্তরিক পরিবেশে হওয়ায় আমরা শুল্ক অনেকটাই কমার ব্যাপারে আশাবাদী। তিনি আরও বলেন, ‘আলোচনায় আমি ইতিবাচক ইঙ্গিত দেখতে পাচ্ছি।’
তিনি যোগ করেন, শুল্ক কমানো হয়েছে এমন কিছু দেশের মতো বাংলাদেশের ক্ষেত্রেও শুল্কহার ১০ থেকে ২০ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ, ভিয়েতনাম ২০ শতাংশ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন ১৯ শতাংশ, জাপান ১৫ শতাংশ, যুক্তরাজ্য ১০ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৫ শতাংশ শুল্কহারে সমঝোতা করতে পেরেছে।
বাণিজ্যসচিব জানান, বাংলাদেশ আলোচনার কৌশল পরিবর্তন করেছে। যেমন, ১৪টির পরিবর্তে ২৫টি মার্কিন উড়োজাহাজ কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে, আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৩৫ লাখ টন গম কেনার জন্য মার্কিন সরবরাহকারীদের সঙ্গে বাংলাদেশ ইতিমধ্যে চুক্তি সই করেছে। যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য আরেকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।