৩১শে আগস্ট, ২০২৫

১৬ই ভাদ্র, ১৪৩২

৮ই রবিউল আউয়াল, ১৪৪৭

রবিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰জাকসুতে মেঘ-লিমনের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা

সম্পূর্ণ নিউজ

বাজেট বৈষম্য নিরসন ও বেরোবিকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত করার দাবিতে শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড, স্মারকলিপি প্রদান

উত্তরবঙ্গ ব্লকেড। ছবি: সংগৃহীত

বাজেট বৈষম্য নিরসন ও বেরোবিকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত করার দাবিতে শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড, স্মারকলিপি প্রদান

শিল্পবাংলা ডেস্ক,প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫ এ ২৩:০৮

উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে (বেরোবি) পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের দাবিতে রংপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে উত্তরাঞ্চলের সাধারণ ছাত্র-জনতা। স্মারকলিপিতে দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। এতে দুইটি মূল দাবি তুলে ধরা হয়।

 

এর আগে আবু সাঈদ চত্বর থেকে 'মার্চ টু জেলা প্রশাসক' ও 'মার্চ টু বিভাগীয় কমিশনার' কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

 

প্রথমত, উত্তরবঙ্গের দীর্ঘদিনের বাজেট বৈষম্য নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে একটি স্বতন্ত্র আঞ্চলিক উন্নয়ন কমিশন গঠনের দাবি জানানো হয়। দ্বিতীয়ত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের দাবি জানানো হয়।

 

স্মারকলিপিতে বলা হয়, “দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের জনগণ বাজেট বৈষম্য ও অবকাঠামোগত পশ্চাদপদতায় ভুগছে। এই বৈষম্য দূর করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

 

এতে আরও উল্লেখ করা হয়, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে কার্যকর ঘোষণা ও পদক্ষেপ গ্রহণ না করা হলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’সহ সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নির্লিপ্ত থাকে, তবে শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের পথে যেতে বাধ্য হবে।”

 

স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার জনগণের যৌক্তিক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত বাস্তবায়ন করবে।

 

উল্লেখ্য, সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দুর্বলতা, ঘাটতি ও অবকাঠামোগত সংকট নিয়ে একাধিকবার শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। একইসঙ্গে, উত্তরাঞ্চলে জাতীয় বাজেটের বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ তুলে আসছে বিভিন্ন সংগঠন ও সচেতন নাগরিক সমাজ। 

 

উত্তরবঙ্গে বাজেট বৈষম্য নিরসনে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

 

এর আগে সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের কৃষ্ণচূড়া সড়ক বিজয় সড়ক ও আবু সাঈদ চত্বর হয়ে মডার্ন মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে রংপুরসহ উত্তরবঙ্গের প্রতি বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ন মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক ব্লকেড করে দ্রুত বৈষম্য নিরসনে দুই দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। দাবি আদায় না হলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারিও দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

 

সেসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। শিক্ষার্থীরা ‘রক্ত লাগলে রক্ত নে, রংপুরে বাজেট দে’, ‘লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইন্টারিমের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ভিক্ষা লাগলে ভিক্ষা নে, রংপুরে বাজেট দে’- ইত্যাদি স্লোগান দেন।

 

ব্লকেড কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ উত্তরবঙ্গে বৈষম্য নিরসনে দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ১. উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো) উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। এবং ২. উত্তরবঙ্গের বাতিঘর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।

 

এসময় দাবি বাস্তবায়নে শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়ে বলেন, 'আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। দুই দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে।'

 

ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া ‎শিবলি সাদিক নামে এক শিক্ষার্থী বলেন, 'জুলাই পরবর্তী বাংলাদেশে কোন প্রকার বৈষম্য থাকবে না কিন্তু আমরা জুলাই পরবর্তী সময় দেখছি সরকার রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে বাজেট বৈষম্য করছে। এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস রুম সংকট, আবাসন সংকট এবং রংপুরের নানা উন্নয়নে কোনো বাজেট দেয়নি এই অন্তবর্তীকালীন সরকার। আমরা চাই এই সকল কাজের জন্য বাজেট প্রণয়ন করা হোক। উত্তরবঙ্গের প্রতি যে উন্নয়ন ও বাজেট বৈষম্য যুগের পর যুগ ধরে চলে আসছে, সেই বৈষম্য দূর করার জন্য আজকের এই আন্দোলন।'

 

আরেক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, 'রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবছরের ন্যায় এই বছরেও আমরা বাজেট বৈষম্য দেখতে পেয়েছি। আমরা ভেবেছিলাম চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের পর এ ধরনের বৈষম্য দূর হবে। কিন্তু এখনো রংপুর বিভাগ বাজেট বৈষম্যের শিকার। দূর হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ এই অঞ্চলের মানুষের প্রতি অবহেলা। উত্তরবঙ্গের উন্নয়ন কাজে ন্যূনতম কোনো বাজেট প্রণয়ন করা হয়নি। তাই আমরা এই বৈষম্য নিরসনের দাবিতে রাজপথে নেমেছি।'

 

প্রসঙ্গত, রবিবার (২৭ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আট হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য ২ হাজার ৮৪০ কোটি টাকা বাজেট অনুমোদন করা হয়। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সিটি করপোরেশন ও উত্তরবঙ্গের জন্য কোনো বাজেট অনুমোদন করা হয়নি।

উত্তরবঙ্গ ব্লকেডউত্তরবঙ্গরংপুরবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়বেরোবিস্মারকলিপিবাজেট বৈষম্যপূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিতবাজেটএকনেক
সাম্প্রতিক খবর
জাকসুতে মেঘ-লিমনের নেতৃত্বে  আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা

ক্যাম্পাস

জাকসুতে মেঘ-লিমনের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা

মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ৬০

ক্যাম্পাস

মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ৬০

জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

নুরের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি

ক্যাম্পাস

নুরের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি

জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ক্যাম্পাস

জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থী

ক্যাম্পাস

জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থী

জাকসু নির্বাচন: ছাত্রী হলে ভোট ছাড়াই জয়ী হবেন অনেকে!

ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ছাত্রী হলে ভোট ছাড়াই জয়ী হবেন অনেকে!

জাবি অধ্যাপক তারিকুল ইসলামকে অক্সফোর্ডে আমন্ত্রণ

ক্যাম্পাস

জাবি অধ্যাপক তারিকুল ইসলামকে অক্সফোর্ডে আমন্ত্রণ

কার্বন দূষণ মোকাবেলায় ‘লিকুইড-ট্রি’  উদ্ভাবন করেছে জাবির একদল গবেষক

ক্যাম্পাস

কার্বন দূষণ মোকাবেলায় ‘লিকুইড-ট্রি’ উদ্ভাবন করেছে জাবির একদল গবেষক

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত