সর্বশেষ খবর
LATEST NEWS
📰জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
সম্পূর্ণ নিউজ
জাবিতে রেড জুলাই র্যালি। ছবি: সংগৃহীত
জাবিতে জুলাই শহীদ পরিবারদেরকে সংবর্ধনা ও ‘রেড জুলাই’ র্যালি অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রতীকী ‘রেড জুলাই’ র্যালি এবং শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য মঙ্গলবার (২৯ জুলাই) এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)।
সকাল ১১টায় জাবির জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা ২০২৪ সালের আন্দোলনের তাৎপর্য স্মরণ করেন।
অনুষ্ঠানে জাবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান বলেন, ‘গত ১৫ বছর ধরে যারা সাহস করে সত্য বলেছে, তাদের ওপর নানা নির্যাতন চালানো হয়েছে। জুলাই বিদ্রোহ ছিল সেই দমন-পীড়নের বিরুদ্ধে বড় এক বাঁক বদলের মুহূর্ত।’
তিনি আরও বলেন, ‘শহীদদের আত্মত্যাগ ভুলে যাওয়া বা তাদের আদর্শ রক্ষা করতে ব্যর্থ হওয়া হবে বড় অন্যায়।’
তিনি জানান, আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ও অবকাঠামোর নামকরণ করা হবে। ২০২৪ সালে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দোষীরা শিগগিরই বিচারের মুখোমুখি হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনা পতন দিবস পালন কমিটি-২০২৫’-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. শামসুল আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহি সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম রাশিদুল আলম এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. সালেহ আহম্মদ খান।
শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে আবেগঘন স্মৃতি তুলে ধরেন এবং তাদের বেদনা ও গর্বের কথা জানান। সাভার অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য দেন, যারা সরাসরি আন্দোলনে অংশ নিয়েছিল।
অনুষ্ঠানে আন্দোলনে সহযোগিতার জন্য কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া সাভার অঞ্চলের শহীদদের স্মরণে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘রেড জুলাই’ র্যালি শুরু হয়। এতে জাবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা মুখে লাল কাপড় বেঁধে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের দিকে পদযাত্রা করেন।
গণঅভ্যুত্থানের স্মরণে জাবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র গত ২৮ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত সেলিম আল দীন মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই গাথা’ আয়োজন করেছে।
ক্যাম্পাস
জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ক্যাম্পাস
নুরের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি
ক্যাম্পাস
জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ক্যাম্পাস
জাকসু প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থী
ক্যাম্পাস
জাকসু নির্বাচন: ছাত্রী হলে ভোট ছাড়াই জয়ী হবেন অনেকে!
ক্যাম্পাস
জাবি অধ্যাপক তারিকুল ইসলামকে অক্সফোর্ডে আমন্ত্রণ
ক্যাম্পাস
কার্বন দূষণ মোকাবেলায় ‘লিকুইড-ট্রি’ উদ্ভাবন করেছে জাবির একদল গবেষক
ক্যাম্পাস
ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
ক্যাম্পাস
‘এক দুই তিন চার, ফ্যাসিস্ট কেন বলল স্যার’- স্লোগানে মুখর বাকৃবি
ক্যাম্পাস
ডাকসু নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দুই ছাত্রী