সর্বশেষ খবর
LATEST NEWS
📰আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার
সম্পূর্ণ নিউজ
প্রতীকী ছবি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ এর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে শিক্ষকদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। উদ্যোক্তারা বলছেন, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষায়ও কাজ করবে এই সংগঠন।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ক্যাফেটেরিয়ায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক করে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সংগঠনটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এ সময় অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, ‘২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙক্ষা তৈরি হয়েছে, তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিকে এই বিপ্লব পুনর্নির্মাণ করছে।’
তিনি বলেন, ‘এ প্রেক্ষাপটে প্রয়োজন হয়ে পড়েছে একটি পেশাদার শিক্ষক সংগঠনের; যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ ও গবেষণায় উৎকর্ষতা সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততা ও নীতিনির্ধারণের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। ইউটিএল এ প্রয়োজন থেকেই জন্ম নেওয়া শিক্ষকগণের একটি জাতীয় প্ল্যাটফর্ম। এর অন্যতম উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।’
ইউটিএল’র মূল প্রতিপাদ্য বিষয় হলো— জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়াই হবে এই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে ইউটিএল এর লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা হয়। সংগঠনটির স্বল্পমেয়াদি লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইউটিএল ইউনিট প্রতিষ্ঠা করা; শিক্ষক নিয়োগ, পদোন্নতি, অবসর সুবিধা ও কর্মপরিবেশ বিষয়ে নীতিগত সুরক্ষা ও সংস্কারে কাজ করা; জাতীয় ও একাডেমিক বিষয়ভিত্তিক সেমিনার, কনফারেন্স, কর্মশালা ও প্রকাশনার আয়োজন করা; কারিকুলাম সংস্কারে সহায়তামূলক কাজ করা; ডিসিপ্লিন ও এক্সপার্টাইজ অনুযায়ী দেশীয় ও আন্তর্জাতিক স্কলারগণের একটি নেটওয়ার্ক তৈরি করা।
দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশের মূল্যবোধ ও বৈশ্বিক মানের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়নে ভূমিকা রাখা, গবেষণা সহায়তার জন্য একটি স্বাধীন তহবিল গঠন করা; শিক্ষক উন্নয়ন কার্যক্রম চালু করে পাঠদানে ও গবেষণায় একদল দক্ষ শিক্ষক তৈরি করা; বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ডিসিপ্লিন ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকরা ও নতুন প্রজন্মের শিক্ষকদের সঙ্গে সংযোগ স্থাপনের স্থায়ী মাধ্যম হওয়া; বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সংযোগ স্থাপন, আন্তর্জাতিক শিক্ষক সংগঠন ও সংস্থার সঙ্গে সহযোগিতা ও বিনিময় কার্যক্রম পরিচালনা করা।
এ সংগঠনের ভিশন হলো— একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা; যা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধের মানদণ্ড অনুসরণ করবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য গবেষণা ও শিক্ষাবান্ধব নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করা।
সংগঠনটির মিশনের মধ্যে রয়েছে— একটি অন্তর্ভুক্তিমূলক, আদর্শগতভাবে ভারসাম্যপূর্ণ ও সহযোগিতামূলক শিক্ষক সংগঠন গড়ে তোলা; শিক্ষকগণের একাডেমিক, পেশাগত স্বার্থ রক্ষা ও উন্নয়ন; শিক্ষা ও জাতীয় নীতিনির্ধারণে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখা; একাডেমিয়াকে মুক্ত, নৈতিক ও গঠনমূলক জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করা; শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব ও নিরাপদ (নির্যাতন, মাদক ও চাঁদাবাজি মুক্ত) ক্যাম্পাস তৈরিতে প্রয়োজনীয় ভূমিকা রাখা।
শিক্ষা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনার্স-মাস্টার্স পরীক্ষার খাতা দেখছেন নিরাপত্তা প্রহরী
শিক্ষা
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভাগ পরিবর্তনের চূড়ান্ত নির্দেশনা
শিক্ষা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ১ মাসের আলটিমেটাম এমপিও শিক্ষকদের
শিক্ষা
ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩
শিক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
শিক্ষা
ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩ জন আটক
শিক্ষা
অধ্যাদেশের দাবিতে সড়কে ৭ কলেজের শিক্ষার্থীরা
শিক্ষা
বৃত্তি পরীক্ষা দিতে পারবে না কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা : গণশিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ আগস্ট
শিক্ষা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ এর আত্মপ্রকাশ