সর্বশেষ খবর
LATEST NEWS
📰জাকসুতে মেঘ-লিমনের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা
সম্পূর্ণ নিউজ
সংগৃহীত ছবি
ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩
চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ২৮৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন ৩ জন শিক্ষার্থী। একই সঙ্গে ফেল থেকে পাস করেছেন আরও ২৯৩ জন পরীক্ষার্থী।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর জানান, ‘এবার পুনর্নিরীক্ষণের জন্য ৯২ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছেন। এতে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থীর।’
তিনি আরও জানান, ‘সবচেয়ে বেশি পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে গণিত বিষয়ে- ৪২ হাজার ৯৩৬টি খাতা। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতা চ্যালেঞ্জ করা হয়। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে- মাত্র ৬টি।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। তখন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন পরীক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন, যার পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। তবে গতবারের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার ১৮ জন, যা আগের বছরের তুলনায় ৩৮ হাজার ৮২৭ জন কম।
পুনর্নিরীক্ষণের ফলে এখন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।
প্রসঙ্গত, পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। বরং নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর সঠিকভাবে উঠেছে কি না- এসব যাচাই-বাছাই করে সংশোধিত ফল প্রকাশ করা হয়।
শিক্ষা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনার্স-মাস্টার্স পরীক্ষার খাতা দেখছেন নিরাপত্তা প্রহরী
শিক্ষা
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভাগ পরিবর্তনের চূড়ান্ত নির্দেশনা
শিক্ষা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ১ মাসের আলটিমেটাম এমপিও শিক্ষকদের
শিক্ষা
ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩
শিক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
শিক্ষা
ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩ জন আটক
শিক্ষা
অধ্যাদেশের দাবিতে সড়কে ৭ কলেজের শিক্ষার্থীরা
শিক্ষা
বৃত্তি পরীক্ষা দিতে পারবে না কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা : গণশিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ আগস্ট
শিক্ষা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ এর আত্মপ্রকাশ