সর্বশেষ খবর
LATEST NEWS
📰আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার
সম্পূর্ণ নিউজ
সংগৃহীত ছবি
ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩ জন আটক
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতির অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এই জালিয়াতির ঘটনা ধরা পড়ে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঘটনার দিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে চূড়ান্ত ভর্তি হতে এসে ধরা পড়েন ত্রিশালের বাসিন্দা ওবায়েত হাসান আফিক, যার গুচ্ছ ভর্তি রোল ছিল ২০১৬৯৭। তবে তাকে আটক করার পর বেরিয়ে আসে আরও অনেক বিস্ময়কর তথ্য।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার সময় বিভাগে স্বাক্ষর করতে গিয়ে দ্বিধাগ্রস্ত আচরণ, প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে চেহারার অসামঞ্জস্যতা এবং গুচ্ছ পরীক্ষায় ৭৬তম হওয়া সত্ত্বেও মৌখিক পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় সংশয় দেখা দেয় ভাইভা বোর্ডে উপস্থিত শিক্ষকদের মাঝে। সন্দেহ আরও ঘনীভূত হয় যখন শিক্ষার্থীর সঙ্গে থাকা অভিভাবকের বিষয়ে জানতে চাইলে সে একটি ফোনকলের মাধ্যমে ‘বড় ভাই’ পরিচয়ে ডেকে আনে পনির উদ্দিন খান পাভেল নামের এক ব্যক্তিকে।
পরে শিক্ষকদের জিজ্ঞাসাবাদে দুজনের কথায় অসঙ্গতি পাওয়া গেলে সন্দেহ আরও বেড়ে যায়। এরপর সন্দেহভাজন শিক্ষার্থীর মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ বার্তা পর্যবেক্ষণ করে পাভেলের সঙ্গে স্বাক্ষর করার কৌশল এবং ভর্তি সংক্রান্ত লেনদেনের আলাপের প্রমাণ পাওয়া যায়। একইভাবে পাভেলের ফোন পর্যালোচনা করে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের বিভিন্ন এডমিট কার্ড এবং প্রার্থীদের ছবি দেখতে পান দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। শেষপর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখে প্রক্সি জালিয়াতির বিষয়টি স্বীকার করে নেয় আফিক।
তবে এ সময় পাবেলের ফোনে সিয়াম নামে একজনের কল আসে। তারপর অপর প্রান্ত থেকে বলতে শোনা যায় "ভর্তির কি অবস্থা ভাই?"। পরে কলের কথা শেষ হলে সিয়ামের পরিচয় জানতে চাওয়া হয় কিন্তু পাভেল তা জানায় না। এসময় সিয়ামের নাম ও নাম্বার দিয়ে বিশ্ববিদ্যালয়ের ডাটাবেইজে সার্চ করেন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। দেখা যায় সে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আইন ও বিচার বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী। তার পুরো নাম সালমান ফারদিন সাজিদ সিয়াম।
পরে সিয়ামকে বিভাগে এনে জিজ্ঞাসাবাদ করে ও তার হুয়াটসএপের মেসেজ যাচাই করে পাভেলের সাথে তার সম্পর্ক খোজে পাওয়া যায় আরেক প্রক্সি কান্ডে। সিয়ামের স্বীকারোক্তি অনুযায়ী, তিনি কৌশিক কুমার চন্দ নামের এক শিক্ষার্থীর পরীক্ষা প্রক্সি দিয়েছে যেখানে পাভেল তাকে প্রায় ১ লক্ষ টাকা দেয়ার প্রতুশ্রুতি করে। জানা যায়, প্রক্সি শিক্ষার্থী ইতিমধ্যেই ভর্তি হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগে। কৌশিকের গুচ্ছ ভর্তি রোল ২০৪৩৯৩।
সিয়ামের স্বীকারোক্তি চলাকালীন সময়ে তার ফোনে কল আসে শান্ত ভূইয়া নামের এক শিক্ষার্থীর। তিনি কল করে ফারদিনকে বলেন, "তোর ক্যান্ডিডেটের নাকি সমস্যা হয়েছে?" পরবর্তীতে এ বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, ফোন দেয়া শিক্ষার্থী সিয়ামের বন্ধু শান্ত ভূইয়া, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মূলত শান্তর মাধ্যমেই পাভেলের সাথে পরিচয় হয় সিয়ামের।
জানা যায়, পনির উদ্দিন খান পাভেল ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা। ভর্তি হতে আসা ওবায়েত হাসান আফিকের বাড়ি ত্রিশালের চরপাড়ায়। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিনের ফোনে পাওয়া যায় আরেক শিক্ষার্থীর ও. এম. আর এর ছবি। যিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে।
তবে পাভেল বলছে বাবু নামের আরেকজনের নির্দেশে কাজ করেন তিনি৷ ভর্তি সংক্রান্ত সব বিষয় সে দেখে। এছাড়াও তিনি জানান লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের কৌশিক কুমার চন্দকে ভর্তি করতে বাবু আজ বিশ্ববিদ্যালয়ে আসে। এ ঘটনায় ওবায়েত হাসান আফিকের প্রক্সি কে দিয়েছে তা এখনও জানা যায় নি। তবে আফিক ও কৌশিক এই দুজনেরই প্রক্সি দেয়া হয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার দুর্বলতা, বিভিন্ন ছোট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষায় অসচ্ছতা, জামালপুরের কেন্দ্রকে টার্গেট করে গড়ে উঠা জালিয়াতি চক্রের বিস্তারসহ নানান প্রশ্নের। এই পুরো ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, সকলের সহযোগিতায় সত্যটা যেন বের হয়ে আসে। ঘটনাটি জামালপুরে ঘটেছে, তবে সেটি আমাদের এখানে এসে সকলের স্বতঃস্ফূর্ত চেষ্টায় ধরা পড়েছে।
তদন্ত করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশে আসবে বলে ধারণা করা হচ্ছে। সঠিক তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগাযোগ থাকবে। তবে ঘটনার তদন্তে যেন পুরো চক্রের বিষয়ে উঠে আসে সেই দাবি শিক্ষার্থীদের।
শিক্ষা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনার্স-মাস্টার্স পরীক্ষার খাতা দেখছেন নিরাপত্তা প্রহরী
শিক্ষা
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভাগ পরিবর্তনের চূড়ান্ত নির্দেশনা
শিক্ষা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ১ মাসের আলটিমেটাম এমপিও শিক্ষকদের
শিক্ষা
ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩
শিক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
শিক্ষা
ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩ জন আটক
শিক্ষা
অধ্যাদেশের দাবিতে সড়কে ৭ কলেজের শিক্ষার্থীরা
শিক্ষা
বৃত্তি পরীক্ষা দিতে পারবে না কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা : গণশিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ আগস্ট
শিক্ষা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ এর আত্মপ্রকাশ